গ্রীষ্মের গোলযোগ
হাফিজুর রহমান
শাঁখ বাজিয়েছে ডুবিয়ে নাক
বৈশাখের প্রথম প্রহরে,
সতর্ক সংকেত সারস পাখির
বিশাল একটা বহরে।
বর নিয়ে আসছে প্রবল ঝড়
লণ্ডভণ্ডের কাছ থেকে;
ধূলো সরাতে গাছের পাতার
ক্ষেপানো ভীষণ বেঁকে।
তচনচের চোখ করে খচখচ
কালো মেঘের কণায়,
বৃষ্টি - বাতাসের ঝগড়া লাগে
একটুও না বনিবনায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct