নিজস্ব প্রতিবেদক, বীরভূম, আপনজন: মাদ্রাসায় পরিচালন সমিতির দ্বারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী নিয়োগের দুর্নীতির তদন্তের দাবিতে সরব হলে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের বীরভূম জেলা শাখা। শনিবার বীরভূমের রামপুরহাটে সাংবাদিক বৈঠক করে ফোরাম জানিয়েছে জেলায় সরকার পোষিত বিভিন্ন মাদ্রাসায় সংশ্লিষ্ট পরিচালন সমিতি অবৈধভাবে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী নিয়োগ করেছিল। দেশের সর্বোচ্চ আদালত সেই ভুতুড়ে শিক্ষক ও শিক্ষা কর্মীদের নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট নিয়োজিত হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবী প্রসাদ দে কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে ৭৮ টি মাদ্রাসায় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। বীরভূম জেলার ফোরাম শাখার সম্পাদক গোলাম রসুল বলেন, বীরভূম জেলায় পাঁচটি মাদ্রাসায় পরিচালন সমিতির দ্বারা ৩৮ জন শিক্ষক ও শিক্ষা কর্মী অবৈধভাবে নিয়োগ হয়।। মারগ্রাম হাই মাদ্রাসায় বারো জন শিক্ষক ও শিক্ষিকা ও চারজন শিক্ষা কর্মী, মহিদাপুর হাই মাদ্রাসায় চারজন শিক্ষা কর্মী, মেটেকোনা হাই মাদ্রাসায় একজন শিক্ষা কর্মী , মেটেকোনা আবু তাহের সিনিয়র হাই মাদ্রাসায় দশ জন শিক্ষক ও শিক্ষা কর্মী, ও দুজন শিক্ষা কর্মী, ভেরামারি হাই মাদ্রাসায় দুই জন শিক্ষক ও শিক্ষিকা ও তিনজন শিক্ষা কর্মী অবৈধভাবে নিয়োগ হয়। তিনি আরো বলেন এই অবৈধ নিয়োগ কারীদের বিরুদ্ধে সিবিআই ও সিআইডি তদন্ত করা হোক। অাকসারাজ্জামান রাহিল আব্বাস, মনির রসুল, জাফর আলী খান,মহম্মদ মুরালিম শেখ প্রমুখ ফোরাম সদস্য অবৈধভাবে নিয়োগ কারীদের শাস্তির দাবি তোলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct