চন্দনা বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর, আপনজন: বৈশাখের তাপদহকে উপেক্ষা করে চলছে ভোটের প্রচার। আজ ঘোড়াদল বাজারে জন সংযোগে অংশ নিলেন মথুরাপুর কেন্দ্রের এস ইউ সি আই প্রার্থী বিশ্বনাথ সরদার। তিনি বলেন, দীর্ঘদিন কৌতলা অঞ্চলের বামুনেরচক গ্রাম থেকে ঢোলার মাদার পাড়া পোল ভায়া ঘোড়াদল বাজার পর্যন্ত বেহাল ও অবহেলিত রাস্তা সংস্কার শাসক দল কথা দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। এলাকার প্রাথমিক স্কুল, হাইস্কুল এস এস কে বিদ্যালয় গুলির পরিকাঠামোর উন্নয়ন দরকার। গরম কালে পানীয় জলের সংকট তীব্র দেখা দিয়েছে। মথুরাপুর ব্লক হাসপাতাল ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নয়ণ অবহেলিত। এসইউসিআই প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct