নববর্ষ জয় ভারতে
নাজিবর রহমান
কৃষি নির্ভর এই ভারতে,
ফসল ফলানোর সুবিধার্থে,
মাস গণনার নতুন নিয়ম
নতুন বর্ষ হল শুরু।
নয়শো তেষট্টি হিজরী সনে,
ফতিউল্লাহ সিরাজী,
জ্যোতির্বিজ্ঞানের অগ্র পুরুষ,
শকাব্দ মাসের নাম গ্রহণে
নতুন সন দিলেন বেঁধে।
বাদশা আকবরের ফরমান মেনে
হল চালু মোদের দেশে,
জয় হিন্দে, জয় ভারতে।
প্রথম মাস বৈশাখের পহিলা দিনে বর্ষবরণ,
বাঙালিকে যায় নাড়িয়ে
এপার ওপার দুই বাংলায়,
স্বদেশে ও বিশ্ব মাঝে,
যত বাঙালি আছে যেখানে।
বহাগ বিহু, রঙালী বিহু
রাঙিয়ে যায় সেই দিনেতে
আসাম ভূমে আর অসমীয়া মনে,
যখন যে বা থাকে যেখানে।
বিশু নামে বর্ষবরণ হচ্ছে পালন
কেরালা ও পাঞ্জাবে,
বৈশাখের প্রথম দিনে।
গুড়ি পদয়া, নব বর্ষ
চন্দ্র মাসের পইলা দিনে,
মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আজও মানে,
সেই দিনেতে উগাদি হয়,
কর্ণাটক অন্ধ আর তেলেঙ্গানায়।
নববর্ষের রকম ফের
মাতিয়ে যায় সবার হৃদয়,
বহুত্বে ভরা, রংবেরঙের
বৈচিত্র্যময় মোদের দেশে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct