প্রিয়তমার বিহনে
নাবিদুল হাসান
হেরিলাম যবে তবে ওই বিধুমুগ,
যেন হৃদয় মম নাচিয়া যায়, ওগো-
আলতো দিয়ে সুখ, আমার ওই হৃদ্-
মাঝারে কহিলা যে তুমি কমল কণ্ঠে,
কাঁদায়ে মম বুক, গিয়েছে দূরে বহু!
তব আসিলে যে ফিরে, ঠিক যেন চাঁদ
হস্তে আসিল বামনের তরে, যেওনা-
যেন হেথা হতে তব ধোকা দিয়ে আর,
থাকো যেথা ওই সে ধূরে, অচীনপুরে!
কোনও এক রাজার দেশে দিনের শেষে
মিলিয়ে আকাশ পবন তাহার রঙ।
আসবো যখন তোমায় নিতে, পেরিয়ে-
সপ্তসিন্ধু সাগর, আর সে তেরো নদী।
হৃদ ভেঙে যাবে তব ধোকা হানো যদি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct