আপনজন ডেস্ক: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি শনিবার বলেন, ভারতীয় জনতা পার্টি সংবিধানকে সরিয়ে দিতে চায়। আর যদি তা করে তবে গরিবদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে। রাহুল গান্ধি বলেন, আজ দেশে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর বিকল্প রয়েছে। একদিকে কংগ্রেস ও বিরোধী দলগুলির ইন্ডিয়া গ্রুপ যারা দেশের সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে ব্যস্ত এবং অন্যদিকে আরএসএস-বিজেপির আদর্শ যা সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি বলেন, বিজেপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। বরং, বেকারত্ব তার শীর্ষে রয়েছে এবং বিজেপি শাসনে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী, তাই বিজেপি, যারা ৪০০ টি আসন জয়ের কথা বলে, তারা মাত্র ১৫০ টি আসন নিয়ে সন্তুষ্ট থাকবে। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষকে বিভ্রান্ত করে দেশের সমস্ত সম্পদ আম্বানি-আদানিদের হাতে তুলে দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদি যে পরিমাণ কোটিপতিদের দিয়েছেন, সেই পরিমাণই গরিবদের দেবে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট সরকার গঠিত হলে প্রতি দরিদ্র পরিবারের একজন মহিলাকে মাসে সাড়ে আট হাজার টাকা দেওয়া হবে। বেকারত্ব নিয়ে আলোচনা করে গান্ধি বলেন, আজ যুবকরা বেকার এবং মোদি ভারতকে বেকারত্বের কেন্দ্রে পরিণত করেছেন। নোটবন্দীকরণ এবং জিএসটি কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যবসাগুলিকে ধ্বংস করেছে, যার ফলে আজ ভারতে চাকরি তৈরি হচ্ছে না। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে সরকার গঠিত হলে তরুণদের শিক্ষানবিশের অধিকার দেওয়া হবে, যাতে তরুণরা প্রশিক্ষণ পাবে এবং অগ্নিবীর যোজনা বাতিল করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct