দেবাশীষ পাল, মালদা, আপনজন: আগামী ৭ মে অনুষ্ঠিত হবে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জনসভা করলেন মালদার গাজোল কলেজ ময়দানে এর পাশাপাশি মানিকচকেও । মুখ্যমন্ত্রীর সভার পাশে করেছেন হেলিপ্যাড আর সেখানে মুখ্যমন্ত্রী হেলিকাপ্টারে করে হেলিপ্যাডে নেমে সরাসরি আদিবাসী মাদলের বাজিয়ে ও তালে তালে সভা মঞ্চে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এরপর মালদা জেলা ক্ষুদ্র শিল্প তাজমহল হোসেন ও সকলে মিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর বক্তব্য রাখেন সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন উত্তর মালদা খগেন বাবু কেউ একটা ভোট দেবেন না কারণ ১০০ দিনের বকেয়া টাকা থেকে শুরু করে কোনরকম উন্নয়ন করেননি। বিজেপিকে একটাও ভোট নয় উন্নয়ন কি করেছে বিজেপি। এই সভা ঘিরে মঞ্চে দেখা গেছে কর্মসূচিকে কেন্দ্র করে মালদার গাজোল কলেজ মাঠে মঞ্চের চার সাইডে মুড়ে ফেলা হয়েছে সিসি টিভি ক্যামেরা দিয়ে নজর দাড়ি যাতে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে । মুখ্যমন্ত্রীর সভার মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর মালদার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, কুটির শিল্প তাজমুল হুসেন উত্তর বঙ্গের জলোচ্ছ্বাস প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ ভুমি ও উদ্বাস্তু ত্রাণ চেয়ারম্যান রঞ্জিত সরকার, রাজ্যসভার এম পি হরিচাঁদ মাতা মমতা বালা ঠাকুর, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, রাজ্য সভার সংসদ মৌসম বেনজির নুর, জেলা কমিটি সম্পাদক প্রসেনজিৎ দাস মালদা জেলার প্রাথমিক বিদ্যালয়ের চিয়ার ম্যান বাসন্তী বর্মন, গাজোল ব্লকের সভাপতি দিনেশ টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভা নেত্রী। গোটা এলাকা করা নিরাপত্তার মধ্যে এই সভা গোয়েন্দা এবং পুলিশ দপ্তরের আধিকারিকেরা। শনিবার প্রথমে মালদার গাজোলের কলেজে ময়দানে এবং মালদার মানিকচকের এনায়েতপুর মাঠে দক্ষিণ মালদার প্রার্থীর হয়ে মানিকচকের এনায়েতপুর ফুটবল ময়দানে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের গাজোলে জনসভায় মমতা বলেন, বিজেপি ভুয়ো ভোট সমীক্ষার মাধ্যমে মিথ্যা প্রচার করছে। আগে ওদের ২০০ পার করতে দিন। বাংলা, দক্ষিণ, পঞ্জাব, ওড়িশা, দিল্লিতে তারা আসন পাবে না। মধ্যপ্রদেশ ও রাজস্থানে আসন সংখ্যা অর্ধেকে নেমে আসবে। তারা সিট পাবে কোথা থেকে?’শুক্রবার যে আসনগুলিতে ভোট হয়েছে তার মধ্যে তামিলনাড়ুর ৩৯টি সংসদীয় আসন রয়েছে, যেখানে বিজেপি নির্বাচনী ভঙ্গ করতে মরিয়া। শুক্রবার রাজস্থানের ২৫টি আসনের মধ্যে ১২টি আসনেও ভোট হয়েছিল।
দক্ষিণ মালদার এদিন সভায় উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান সহ অনান্যরা। এই দিনের জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, কোনও উন্নয়ন করেনি বিজেপির বিধায়ক, সাংসদরা। ১০০দিনের বকিয়া টাকা এখনো আপনাদের দেওয়া হয়নি। কি কাজ করেছেন বিজেপি আমলের সাংসদ সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এদিনের মঞ্চ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্র ৪০০ আসন পারের দাবির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মোদি দাবি এক্স হ্যান্ডেলে করেন, ‘প্রথম পর্ব, দারুণ সাড়া! আজ যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভোট থেকে চমৎকার সাড়া পাচ্ছি। এটা স্পষ্ট যে ভারতজুড়ে মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছেন। মোদরি সেই দাবির জবাবে মমতা দাবি করেন, বিজেপি ২০০ আসনের বেশি পেরবে না।মালদহের গাজোলে প্রসূন বন্দ্যোপাধ্যায় (মালদহ উত্তর) ও শাহনওয়াজ আলি রায়হান (মালদহ দক্ষিণ) আসনে প্রার্থী প্রার্থীদের মনোনয়ন কেন্দ্রে প্রচার করতে গিয়ে মমতা ঘোষণা করেন, আমাদের প্রার্থী প্রকাশ চিক বড়াইক (আলিপুরদুয়ার) ইতিমধ্যেই জিতে গিয়েছেন। মালদহের দুটি সহ আটটি আসনই ২০১৯ সালে বিরোধীদের দখলে চলে যায়, কংগ্রেস মালদহ দক্ষিণে তার শেষ অবশিষ্ট দুর্গের একটি অংশ ধরে রাখতে সক্ষম হয়েছিল, যেখানে প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরী এবং তার পরিবার কয়েক দশক ধরে আধিপত্য বিস্তার করেছিলেন। মমতা এ নিয়ে বলেন, আমি বরকতদাকে শ্রদ্ধা করি। আপনারা তাকে ভোট দিয়েছেন, আমার কোনও আপত্তি নেই, আমরা খুশি ছিলাম (প্রয়াত গনি খান চৌধুরী, যিনি বরকত দা নামেই বেশি পরিচিত, মমতা সাংসদ হওয়ার আগে ইন্দিরা গান্ধির মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন)। আমরা মৌসমকে (তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর) সাংসদ করেছি। তবে, এবারের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এই ৪৮টি আসনে লড়াই করে মমতার আত্মবিশ্বাস ইন্ডিয়া জোট সরকার গঠন করবে, যার চাবিকাঠি তার দলের হাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct