সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজের বাড়িতে পুড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল তিনটে নাগাদ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী অঞ্চলের টিকটিকি পাড়া এলাকায়। খোলা আকাশের নিচে ঠাঁই এখন পাঁচটি পরিবারের ।জানা যায় শুক্রবার বিকেলে টিকটিকি পাড়া এলাকায় হঠাৎ একটি বাড়িতে আগুন লাগে। তারপর সেই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরপর পাঁচটি বাড়িতে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর পাড়া থানার পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণ পরে নিজের ঘরের মধ্যেই দমকল কর্মীরা রাশেল মোল্লা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে,নিজের ঘরে ঘুমাচ্ছিল রাশেল মোল্লা নামের বছর বাইশের ওই যুবক। আগুন ভয়ঙ্কর আকার ধারণ করায় সে ঘর থেকে বেরোতে পারেনি। ঘরের মধ্যেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়। ঘটনার পর খয়রামারী টিকটিকি পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই আগুনের ঘটনায় মোট পাঁচটি বাড়ি সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে গেছে। সেইসাথে গরু,ছাগল সহ বাড়িতে মজুত থাকা সমস্ত জিনিসপত্র এর পাশাপাশি নগদ টাকাও পুড়ে নষ্ট হয়ে গেছে। খোলা আকাশের নিচে ঠাঁই এখন পাঁচটি পরিবারের।অন্যদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় খয়রামারি গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাস ও বিধায়ক আব্দুর রাজ্জাক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করতে আসেন এবং সব রকম ভাবে তিনারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।সাগরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এই ঘটনায় সরকারি সাহায্যের আবেদন করেন ক্ষতিগ্রস্থ পরিবার থেকে এলাকার মানুষ।এদিনই এই অঞ্চলের তিনটে স্থানে আগুন লাগার ঘটনা সামনে আসে।প্রথমে পঞ্চায়েত অফিসের পাশে একটি পাটকাঠির পালায় আগুন লাগে তার কয়েক ঘণ্টা পরে আবার দোমাদী পাড়ায় আগুনে পুড়ে মৃত্যু হয় দুটো গবাদিপশুর ঘটনায় নিঃসহয়ে যায় ওই পরিবারের বিধবা মহিলা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct