আনোয়ার আলি, মেমারি, আপনজন: ডাক্তারের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তুললেন সেখ সৈকত নামে এক ব্যক্তি। তিনি জানান আনুমানিক গত ১৬ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৯টা ১০ টা নাগাদ তিনি ও তার স্ত্রী তাদের ছোট্ট ১বছরের সন্তান কে কোলে নিয়ে মেমারি গ্রামীন হাসপাতালের জরুরি বিভাগে আসেন, সমস্যা কি? না ছোট্ট শিশুটি মুখে কিছু ঘা টাইপের কিছু হয়েছে, এবং শিশুটি কিছু খেতে পারছেনা,কান্নাকাটি করছে,শিশুটি কষ্ট পাচ্ছে। সেই সময় মেমারি গ্রামীন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে না দেখেই বলেন যে এটা এমাজেন্সী নয়, সকালে আউটডোরে নিয়ে আসতে। কিন্তু শিশুটি কষ্ট পাচ্ছে,কান্নাকাটিও করছে। সেখ সৈকত শিশুটিকে একবার দেখে কিছু ঔষধ দেওয়ার কথা বলতেই সৈকত বাবুর সাথে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পরেন ঐ কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সেখ অমর হোসেন। এরপর অগত্যা শিশুটিকে নিয়ে ঐ অবস্থায় বাড়ি ফিরতে হয় সৈতক বাবুকে। বাড়ি ফিরেও যখন শিশুটি কষ্ট পেতে থাকে তখন পুনরায় আবারো নিয়ে আসা হয় মেমারি গ্রামীণ হাসপাতালে। তখনও সেই চিকিৎসককে একপ্রকার জোড় করেই শিশু টিকে দেখে ঔষধ দেওয়ার কথা বললে তখন ডাক্তার বাবু একটি ঔষধ লিখে দেন। এদিকে এই বিষয়ে আমরা মেমারি গ্রামীণ হাসপাতালের BMOH ডঃ দেবাশীষ বাল ৃর সাথে কথা বললে তিনি কি একপ্রকার বলেন যে ডাক্তার বাবু যে ব্যাবহার করেছে তা মোটেই উচিৎ হয়নি। বিষয় টি তিনি খোঁজখবর নিয়ে দেখবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct