সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদ জেলায় জোড়া নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুর্শিদাবাদ ও বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও ইউসুফ পাঠান এবং ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকারের সমর্থনে হরিহরপাড়া কৃষক বাজার ময়দানে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সুতির ছাবঘাটি ময়দানে নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থীদের নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। দুই জনসভা থেকেই একাধিক বিষয়ে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের দুই নির্বাচনী জনসভাতে প্রায় একই ধরনের বক্তব্য উঠে আসে তার গলায়। কাশ্মীরে আপেল বাগানে সাগরদিঘির পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা থেকে মুর্শিদাবাদের কাটরা মসজিদ দাঙ্গা প্রসঙ্গ, দৌলতাবাদ বাস দুর্ঘটনা সহ মুর্শিদাবাদ সম্পর্কিত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে বরাবরের মতো এবারেও এনআরসি প্রসঙ্গে বলতে বাদ দেননি তিনি। পাশাপাশি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি-র কথাও উঠে আসে তার বক্তব্যে। নাম না করে অধীর রঞ্জন চৌধুরীকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন আমরা ইন্ডিয়া জোট, কিন্তু ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি। এখানে যারা নিজেদের ইন্ডিয়া জোট বলছেন তারা আসলে বিজেপির দালাল। কংগ্রেস আর সিপিএম এখানে জোট করেছে অথচ কেরলে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। তাদের ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। ইন্ডিয়া জোটে দেশে সমর্থনে আছি, কিন্তু বাংলা থেকে আমরা একাই লড়াই করবো ইন্ডিয়া জোটের হয়ে।’ মুর্শিদাবাদের শক্তিপুরের ঘটনায় রামনবমীর দিন অস্ত্র মিছিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অস্ত্র মিছিলের অধিকার কে দিয়েছিল তাদের? এখানে বিরাট ষড়যন্ত্র চলছে, আপনারা সেই ফাঁদে পা দেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন।’ তিনি জনসভা থেকে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। এছাড়াও ১০০ দিনের টাকা, আবাসের টাকা নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। ওষুধের হঠাৎ মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন তিন। গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটের মুখে গ্যাসের দাম কমিয়েছে, আবার ক্ষমতা এলে গ্যাসের দাম দেড় হাজার টাকা করবে বিজেপির সরকার।’ মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সর্বাধিক, তাই পরিযায়ী শ্রমিক সম্পর্কিত বক্তব্য বাদ রাখেননি মমতা। তিনি বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের জন্য ওয়েবসাইট খোলা হয়েছে, যেখানে কোনো পরিযায়ী শ্রমিক সমস্যায় পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরিয়ে আনার বিষয়ে সমস্ত রকম সহযোগিতা করবে সরকার।’ জঙ্গিপুরে বিড়ি শ্রমিক বেশি হওয়ায় সেখানে বিড়ি শ্রমিক প্রসঙ্গে সামাজিক সুরক্ষা যোজনার কথা মনে করিয়ে দেন তিনি।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়ে তৃণমূল নেত্রী আপত্তি তুলে বলেন, ‘যার বিয়ে সেই পুরোহিত। কেন্দ্রের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই করা হচ্ছে, রাজ্য পুলিশকে কোনো ভূমিকায় রাখছে না। ভোটের দিন বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী ভোট আটকাতে আসলে লক্ষীর ভান্ডারের মা-বোনেরা, ঝাঁটা খুন্তি নিয়ে তাদের প্রতিরোধ করবেন।’ বিজেপির ৪০০ পার স্লোগান প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘আগে ২০০ পাও, তারপর সাঁতার কাটবে!’ বিজেপিকে ওয়াশিং মেশিন বলে এদিন খোঁচা দিতে বাদ রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার তৃণমূল প্রার্থীদের সমর্থনে কড়া নির্বাচনী জনসভায় দুই সাংগঠনিক জেলার বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আগামী ৭ই মে নির্বাচন। নির্বাচনের দিন সকাল সকাল ভোট দেওয়ার জন্য সবাইকে আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct