এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: দীর্ঘ ৮ মাসের বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনে ডেপুটেশন দিল মাদ্রাসা কম্পিউটার শিক্ষকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল আই সি টি কম্পিউটার টিচার্স অর্গানাইজেশন ।’ শুক্রবার সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান এর নেতৃত্বে কলকাতা খাদ্য ভবনে রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরানের হাতে স্মারকলিপি জমা দেন সংগঠনের ৫ সদস্যের প্রতিনিধি দল । প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শিক্ষক রবিউল ইসলাম, সুবিদ হাসান, জোনার্ধন সরদার, আবু তালেব লস্কর, পিয়ালী দাস প্রমুখ । সংগঠনের দাবিতে বলা হয়, স্কুলে নিয়োজিত কম্পিউটার শিক্ষকদের সরকারি চুক্তিভিত্তিক স্থয়ীকরণ শিক্ষকের পদে উন্নীত করা হলেও, একই কাজে নিযুক্ত মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত । উপরন্তু গত আগস্ট মাস থেকে তারা বিনা বেতনে মাদ্রাসা গুলিতে তাদের দায়িত্ব পালন করে আসছে ৷ আহমেদ হাসান ইমরান তাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন ও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct