সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ১৮ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ ডে উদযাপন করা হলো নবাবের শহর মুর্শিদাবাদে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে লালবাগ সিংঘী হাইস্কুল মোড় থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয় এদিন। পাঁচরাহা বাজার মোড়, ওয়াসেফ মঞ্জিল, কেল্লা নিজামত, হাজারদুয়ারি, আস্তাবল হয়ে আবারো সিংঘী হাইস্কুল মোড়ে পদযাত্রা শেষ হয়। পদযাত্রায় মুর্শিদাবাদ শহরের দশটি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। পাশাপাশি নবাব বাহাদুর ইনস্টিটিউশন এবং কুর্মিটোলা হাই স্কুলের এনসিসি বিভাগের সদস্যরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। মুর্শিদাবাদ শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের ঐতিহ্যকে বাঁচিয়ে তোলার দাবিতে পদযাত্রায় অংশগ্রহণ করেন যোগেন বিশ্বাস, অসিত ভট্টাচার্য, শুভাশীষ পালের মতো বহু ইতিহাসপ্রেমী মানুষজন। এদিন বিকেলে ওয়াসিফ মঞ্জিল প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি। ওই সংস্থার সম্পাদক স্বপনকুমার ভট্টাচার্য বলেন, জেলার বিভিন্ন ইতিহাস নিয়ে আমরা কাজ করি। ইতিহাস সংরক্ষণের জন্য আন্দোলন চলতে থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct