সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: তাপপ্রবাহের কারণে আগামী ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে গরমের ছুটির প্রতিবাদ এবং সকালের দিকে বিদ্যালয় চালুর দাবিতে সোচ্চার হন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টি প্রভাবিত শিক্ষক সংগঠন। উক্ত দাবির প্রেক্ষিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ সভাপতির মাধ্যমে কোলকাতা বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় শুক্রবার,বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে।সংগঠনের জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন এক সাক্ষাৎকারে বলেন- ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৩ মে থেকে ৩১ মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি। গরমের কারণে গত ১ লা এপ্রিল এক নির্দেশিকায় আগামী ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটির ঘোষণা করা হয়েছে। এরপর গতকাল আগামী ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটির ঘোষণা করা হয়েছে। অথচ বিগত বছরগুলির ন্যায় এবারও গরমের ছুটি বৃদ্ধির ক্ষেত্রে আবহাওয়া দপ্তর সহ শিক্ষক সংগঠনের কোনো মতামতের তোয়াক্কা না করেই চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। করোনায় ২ বছর বিদ্যালয় বন্ধ থাকার পর থেকে গরমের অজুহাতে প্রতি বছর দেড় দুই মাস করে বিদ্যালয় বন্ধ রাখায় পড়াশোনার প্রচন্ড ক্ষতি হচ্ছে। সিলেবাস শেষ হচ্ছে না। শিশুরা স্কুল আসবার অভ্যাস হারিয়ে ফেলছে। দীর্ঘদিন বাড়িতে থাকার ফলে মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে। সবে মিলে স্কুলছুট বাড়ছে। ফলশ্রুতিতে বিদ্যালয়ে ছাত্রাভাব ঘটছে। রাজ্যে ছাত্রের অভাবে চলা ৮২০৭ টি বিদ্যালয়ের তালিকা ৃয়েছে। আগামী দিনে তা আরও বাড়বে এবং বিদ্যালয় বন্ধ হবে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এ বৎসর প্রায় আড়াই মাস তাপ প্রবাহ চলবে। ফলে পাঠদানের বিকল্প ব্যবস্থা করতে হবে। গরমের জন্য ইতিমধ্যে বেশ কিছু জেলায় প্রাথমিকে সকালে স্কুল চলছে। পূর্ব বর্ধমান জেলা সহ অন্যান্য বহু স্কুলে প্রতি পিরিয়ডে ‘জল বেল’ দেওয়া হচ্ছে। বিকল্প হিসেবে সর্বত্র সকালে পাঠদান প্রক্রিয়া চালুর দাবি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct