নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: তপ্ত দিনেও এখন বিরাম নেই প্রার্থীদের। তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রচারে ঝড় আনতে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরা। চড়া রোদ উপেক্ষা করে কেউ হুডখোলা গাড়ি প্রচার চালালেন, তো কেউ পায়ে হেঁটে প্রচারে অংশ নিলেন। শুক্রবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বৈষ্ণবনগর বিধানসভার লক্ষীপুর অঞ্চল, বীরনগর-১, বীরনগর-২ অঞ্চলে নির্বাচনী রোড শোয়ে প্রত্যন্ত এলাকা চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। এদিন প্রখর তাপ উপেক্ষা করে হুডখোলা গাড়িতে বাইক র্যালি নিয়ে বিভিন্ন গ্রাম পরিক্রমা করেন। গাড়িতে ছিলেন বৈষ্ণবনগর কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার সহ অন্যান্যরা। প্রচার চলাকালীন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেন এবং মানুষের উষ্ণ অভ্যর্থনা যেমন গ্রহণ করেন তেমনই তিনি মানুষকে হাত নেড়ে হাসিমুখে অভিনন্দন জানান। গ্রামগুলিতে তৃণমূল প্রার্থীকে দেখার উৎসাহও ছিল চোখে পড়ার মতো। মাইকের আওয়াজ শোনামাত্রই পরিবারের গৃহবধূরা বেরিয়ে ভিড় জমান রাস্তার দু‘ধারে। কালিয়াচক-৩ ব্লকের বীরনগর লক্ষীপুর এলাকাগুলি গঙ্গার তীরবর্তী হওয়ায় ফি-বছর এখানকার মানুষজন ভাঙন ও বন্যার কবলে পড়ে থাকেন। অসহায় ভাঙন কবলিত মানুষরাও সামিল হন প্রার্থীকে চোখের দেখা দেখতে। তাঁরা গঙ্গার ভাঙন রোধ থেকে শুরু করে কর্মসংস্থানের দাবি জানান প্রার্থীর কাছে। তিনি নির্বাচিত হলে বিষয়গুলি সমাধানের আন্তরিক চেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন ভাঙন পীড়িতদের। স্থানীয় তৃণমূল বিধায়ক চন্দনা সরকার জানান, ‘বৈষ্ণবনগরের মানুষ তৃণমূলের পক্ষে। স্বৈরাচারী বিজেপি-র কাজে মানুষ অতিষ্ঠ। আমরা যেখানেই যাচ্ছি, দু’হাত তুলে মানুষের আশীর্বাদ পাচ্ছি।’ অন্যদিকে একই বিধানসভা কেন্দ্রের ১৬ মাইল, শিমূলতলা এলাকায় পায়ে হেঁটে জনসংযোগে অংশ নেন কংগ্রেস ও সিপিএমের জোট প্রার্থী কংগ্রেসের ইশা খান চৌধুরী। তিনি জানান, কেন্দ্রে রাহুল গান্ধী নেতৃত্বে যেভাবে দেশজুড়ে আমরা সাড়া পাচ্ছি তাতে এই আসনে জয়লাভ করলে গঙ্গার ভাঙ্গন ও মানুষের মূল সমস্যা যেগুলি রয়েছে সেগুলি সমাধানের চেষ্টা চালাবো। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী প্রচার নজর কাটছে তিনিও গঙ্গার ভাঙ্গন এবং দুর্গত মানুষের যতটা সম্ভব পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি প্রচার সরগরম দক্ষিণ মালদা কেন্দ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct