সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: গত ১৭ ই এপ্রিল ছিল রামনবমী।রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বের হয় শোভাযাত্রা।এছাড়াও পালিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।এনিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে থানায় থানায় রামনবমী উদযাপন কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিদের নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি কমিটির মিটিং এ সরকারি নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠান পালন করার কথা বলা হয়। সেক্ষেত্রে ডিজে বক্স বাজানো বন্ধ, অস্ত্র নিয়ে শোভাযাত্রা বন্ধ, উস্কানি মূলক শ্লোগান দেওয়া নিষেধ ইত্যাদি বিষয়ে অবগত করা হয়। এরপরেও রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অনেকেই তরোয়াল হাতে অংশ গ্রহণ করেন। যার প্রেক্ষিতে রামপুরহাট থানার পুলিশ বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী সহ মোট তেরো জনের নামে অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রায় হাটার অভিযোগে অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। এদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন আমরা কোনো অস্ত্র নিয়ে মিছিল বা শোভাযাত্রায় হাঁটিনি। তবে শস্ত্র বলতে প্লাস্টিকের ছিল। যা ভারতীয় সংস্কৃতিতে সমস্ত দেবদেবীর হাতে আছে। সেই ৎৎ শস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রায় হেঁটেছি, এতে অন্যায় কিছু নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct