আপনজন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে ইতালির সিরি আ খেলবে পাঁচটি ক্লাব। এমনকি সংখ্যাটা ৬–ও হতে পারে। চলতি মৌসুমে ইতালিয়ান দলগুলোর ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো করার কারণেই এমন বাড়তি সুবিধা পেতে যাচ্ছে সিরি আ। বর্তমানে চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে সিরি আ থেকে খেলে ৪টি দল। সমানসংখ্যক দল খেলে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা এবং বুন্দেসলিগা থেকেও। ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফার কো–এফিশিয়েন্ট স্কোরে এগিয়ে থাকায় লিগগুলো থেকে বেশি দল টিকিট পায়। চ্যাম্পিয়নস লিগে এখন ৩২টি দল খেললেও আগামী বছর থেকে খেলবে ৩৬টি দল। বাড়তি ৪ দলের দুটি টিকিট দেওয়া হবে উয়েফার প্রতিযোগিতায় ভালো করা লিগগুলোকে। বর্তমানে উয়েফা আয়োজিত তিনটি প্রতিযোগিতা চলছে—চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগ। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সিরি আর কোনো দলই উঠতে পারেনি, তবে ইউরোপার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এএস রোমা ও আতালান্তা। এ ছাড়া কনফারেন্স লিগের শেষ চারে উঠেছে ফিওরেন্তিনা। সব মিলিয়ে সিরি আর তিনটি দল উয়েফার প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠায় লিগটির কো–এফিশিয়েন্ট স্কোর বাকিদের চেয়ে বেশি। দলগুলো ফাইনালে যাক বা না যাক, চ্যাম্পিয়নস লিগের বাড়তি দুটি টিকিটের একটি নিশ্চিত হয়ে গেছে সিরি আর। চ্যাম্পিয়নস লিগের বাড়তি টিকিট নিশ্চিতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগিয়ে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল, ইউরোপা লিগে লিভারপুল ও ওয়েস্ট হাম আর কনফারেন্স লিগে অ্যাস্টন ভিলা। এর মধ্যে ভিলা ছাড়া বাকি সব দলই নিজ প্রতিযোগিতার শেষ আট থেকে বিদায় নিয়েছে। প্রিমিয়ার লিগের কো–ইফিশিয়েন্ট স্কোর না বাড়লেও লাভ হয়েছে বুন্দেসলিগার। এখন ইতালির পর দ্বিতীয় টিকিট অর্জনের পথে এগিয়ে জার্মান দলটি। বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড আছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। আজ বায়ার লেভারকুসেন উঠেছে ইউরোপা লিগের শেষ চারে। বুন্দেসলিগাকে বাড়তি টিকিট কাটতে হলে দলগুলোর কো–এফিশিয়েন্ট পয়েন্ট ০.৪৮৮৮ (২ জয় অথবা ১ জয় ২ ড্র) তুলতে হবে। ইতালির সিরি আ থেকে পাঁচটি টিকিট নিশ্চিত হওয়ার অর্থ, লিগের এক থেকে পাঁচের মধ্যে থাকা দলগুলো চ্যাম্পিয়নস লিগে খেলবে। বর্তমানে পাঁচে আছে রোমা, ছয়ে আতালান্তা। এই দল দুটির কোনো একটি যদি ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয় এবং লিগ পয়েন্ট তালিকার প্রথম চারের বাইরে থাকে, তাহলে ষষ্ঠ দলও চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়ে যাবে। কারণ, ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সরাসরিই চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে খেলতে পারে। একই সুবিধা পেতে পারে বুন্দেসলিগার বরুসিয়া ডর্টমুন্ডও, যারা এখন লিগের পাঁচ নম্বরে আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct