আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: রাম নবমীতে বেদম ঢাক পেটালেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রচন্ড গরমকে উপেক্ষা করেই এদিন রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন ও ঢাক পেটান দেবাংশু ভট্টাচার্য।সেই সঙ্গেই করলেন রামের পুজো ও যজ্ঞানুষ্ঠান। রামের পুজো করে দেবাংশু বলেন, “রাম-ই জগতের শ্রেষ্ঠ।” যে প্রসঙ্গে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা বলেন, “ধাপে ধাপে দেবাংশুর মতো সকলকেই ভগবান শ্রীরামচন্দ্রের চরণে আসতে হবে।তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে রামনবমী পুজো।মূলত তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে ১৬ বছর ধরে রামনবমীর পুজো করে আসছে কমিটি।এদিন বুধবার রামনবমীর পুজো উপলক্ষে হোম যজ্ঞের আয়োজন করা হয়।তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সেই রামনবমীর পুজোতে অংশগ্রহণ করেন। পুজোর সামনে ঢাক বাজাতে শুরু করেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু বলেন, ধর্মের মধ্য দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হলো পুরুষোত্তম।তাঁর প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের, গোটা বাংলার আজও অটুট। তাঁর প্রতি আস্থাও আজও অটুট। এরপরই তিনি বিজেপির উদ্দেশে তোপ দেগে বলেন, আমাদের বিদ্রোহ প্রতিবাদ তাদের প্রতি যারা রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না। তাকে আমরা যজ্ঞে, হোমে, ধূপের গন্ধে দেখতে চাই। আমাদের কাছে এই রাম-ই শ্রেষ্ঠ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct