নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: ভোটের মুখে বিজেপি ও অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বেশ কিছু নেতা কর্মী ও সমর্থকরা। বুধবার দুপুরে মধ্যমগ্রামের চৌমাথায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সংসদীয় সাংগঠনিক জেলা পার্টি অফিসে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে যোগদান করেন তারা। এর মধ্যে রয়েছে বিজেপির চিকিৎসা সেলের নেতা সনাতন বন্দ্যোপাধ্যায়। যদিও এই সনাতন বন্দ্যোপাধ্যায় এবার বারাসত লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল। তৃণমূল কংগ্রেসের যোগদানকারী নবাগতদের মধ্যে বারাসত অশোকনগর ও মধ্যমগ্রামের বিজেপি এবং অন্য দলের কর্মী সমর্থকরা রয়েছেন। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এর উপস্থিতিতেই এই যোগদান অনুষ্ঠান চলে। মন্ত্রী রথীন ঘোষের দাবি স্থানীয়ভাবে অঞ্চলগুলিতে এতে দল আরো রাজনৈতিকভাবে শক্তি বৃদ্ধি করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct