মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান,আপনজন: রাম প্রতি ভক্তি নয় অস্ত্রের ঝনঝনানি লাঠি তরোয়াল নিয়ে শক্তি প্রদর্শন করলো রাম ভক্তরা । রামনবমী মিছিলে ব্যাপক নিষিদ্ধ অস্ত্রশস্ত্র লাঠি নিয়ে কোটের নির্দেশকে অমান্য করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখা গেছে। সেই মিছিল কভার করতে গিয়ে বর্ধমানের বিশিষ্ট সাংবাদিক বিপুন ভট্টাচার্য মাথা ফাটে ও সঞ্জয় কর্মকার মাথায় আঘাত পান । যে রামনবমীর মিছিলে ডিজে, অস্ত্র, লাঠি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নিষেধকে অমান্য করে মিছিলে যথেষ্ট পরিমাণে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয় এবং ছবি তোলার কারণে বর্ধমানের সাংবাদিক বিপুণ ভট্টাচার্যের মাথায় আঘাত করা হয় মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন । অন্যদিকে আসানসোলের বিজেপির প্রার্থী সুরিন্দর আলুয়ালিয়া অস্ত্র মিছিলের প্রশ্নের সাংবাদিদের উত্তর বলেন অশুর নিধন করতে অস্ত্র ব্যবহার করতে হয়। রাম রাবণের যুদ্ধে অস্ত্র ব্যবহার করেছিলেন। দেবতাদের সঙ্গে অসুরদের যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে কিন্তু অস্ত্র ব্যবহার করা হয়েছিল। দুই বর্ধমানে রাম ভক্তদের তাণ্ডব অব্যাহত ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct