জাহানারা খাতুন, কলকাতা, আপনজন: যাদের মুখের ভাষা আরবি নয় এমন পড়ুয়াদের আরবি ভাষা পড়ানো একটি চ্যালেঞ্জের বিষয়। কেননা, ভালো করে পড়াতে হলে শিক্ষকের সেই ভাষায় দক্ষতা ও আরবের সংস্কৃতি সম্পর্কে একটা সাম্যক ধারণা থাকা দরকার। এর বাইরে বিভিন্ন টিচার্স ট্রেনিং কোর্স বা কর্মশালার মাধ্যমে নিজেকে যুগোপযোগী করাও দরকার। এবার সেই কাজের উদ্যোগ নিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান। কর্মশালা নিয়ে উদ্যোক্তার বক্তব্য, শিক্ষককেই এই ভাষায় দক্ষতার উন্নয়ন হচ্ছে কিনা সেটার মূল্যায়ন করতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা আরবি ভাষায় কোনও কিছু শোনার পর কতটা বুঝতে পারছে, আরবি ভাষায় সহজ করে কথা বলতে পারা, পড়ুয়ারা আরবি বই বা খবরের কাগজ পড়া বা আরবি ভাষায় লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারছে কি না? এটা একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দেখতে হবে। পাশাপাশি একজন আরবি শিক্ষকেরও দেখার দায়িত্ব। সবটাই এবার হাতে কলমে হবে। কলকাতার একটি হলে কর্মশালা করা হচ্ছে। ড. সাইদুর রহমান জানান, একদিবসীয় কর্মশালার বিষয়বস্তু হবে অনারবদের জন্য ভাষা দক্ষতার উন্নয়ন। আগামী ২৮ এপ্রিল একটি কর্মশালা হবে। বিশেষজ্ঞ হিসাবে থাকবেন মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ওপেন ইউনিভার্সিটির লখনউ স্যাটেলাইট ক্যাম্পাসের আরবির অধ্যাপক ড. সুমামা ফাইসাল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজমুল হক, শহিদ নুরুল হাসান কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, অতিথি হিসাবে থাকছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহদী হাসান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুদ্দিন নাদবী।এ নিয়ে অনেকেই বলছেন, একটা ভালো উদ্যোগ। পড়ুয়া বা শিক্ষকরা আরবিতে কথা বলা বা লেখার ক্ষেত্রে উপকার পাবেন। অন্যান্যরাও বলছেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরবি ভাষা পড়ানো হয় তাদের উচিত সেখান থেকে আরবি ভাষার শিক্ষকদের এই কর্মশালায় পাঠালে তাদেরই উপকারে লাগবে। প্রসঙ্গত, আরবি ভাষার বিকাশে বহুদিন ধরে কাজ করছেন অধ্যাপক সাইদুর রহমান। তিনি ব্যক্তিগত উদ্যোগে সউদি আরব থেকে একটি আরবি ভাষা শেখানোর সিরিজ নিয়ে এসেছেন। সেই সিরিজ পড়ে তিনমাসের ব্যবধানে ছাত্রছাত্রীরা আরবি ভাষায় অনর্গল কথা বলতে সক্ষম হয়েছে ও তারা লেখালেখি করতে পারছে।এ দিকে কর্মশালা বা আরবি ভাষা শিক্ষা সিরিজের জন্য ৯৭৪৮৪৭২৩৮৮ বা ৭৪০৭০৩৩৬৫০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও জানান সাইদুর রহমান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct