এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দেশের পাশাপাশি বাংলাতেও সহিংসতার ঘটনার একাধিক উদাহরণ রয়েছে ৷ তবে বুধবার ব্যতিক্রমী চিত্র দেখল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁবাসী ৷ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল শ্রমিক সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে বুধবার বিকালে বনগাঁ শহরে রামচন্দ্রের কাট আউট নিয়ে মিছিল করলো তৃণমূল ৷ তবে এ দিন দলীয় কোনো পতাকা চোখে পড়েনি ৷ বনগাঁ স্টেট ব্যাংকের সামনে থেকে বনগাঁ মতিগঞ্জ ত্রিকোণ পার্ক হয়ে পুরো শহর পরিক্রমা করে ওই শোভা যাত্রা ৷ শেষে বনগাঁ বাটার মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখার সময়, আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে ধরে বলেন, মানুষে মানুষে অবিরাম যাত্রার চির সংঘর্ষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবেদন জানিয়েছেন বাংলার মিছিলে অস্ত্রের কোনো স্থান নেই ৷ বেঁধে বেঁধে থাকবার সাংস্কৃতিকেই প্রাধান্য দিয়েছেন ৷ শুধুমাত্র সম্প্রীতি শুধুমাত্র সৌভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যেই এগিয়ে যাওয়ার কথা বলেন ঋতব্রত ৷ বাংলার মাটিতে বাংলার ঐক্য বাংলার সম্প্রীতি অটুট রাখতে রাম নবমীর দিনে সকলকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সম্প্রীতি ঐক্য কেউ যেন অনিষ্ট করতে না পারে সেজন্যে আপনারা এগিয়ে আসুন ৷ সেই সম্প্রীতি শক্তিশালী করার লড়াইয়ে বিশ্বজিৎ দাসের হাতকে শক্তিশালী করুন ৷ নারায়ন ঘোষদের সহায়তা করুন, আসুন সকলে মিলে সংকল্প গ্রহণ করি, বলেও মন্তব্য করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct