চন্দনা বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন, আপনজন: সুন্দরবনের মিঠা জলে ঢুকছে সমুদ্রের নোনা জলের মাছ কারণ সন্ধানে বিজ্ঞানীরা। এবার সুন্দরবনের মিঠা জলে নদীর সামুদ্রিক নোনা জলের মাছের অস্তিত্ব মেলায় জীব বৈচিত্র্যে পরিবর্তনের আশংকায় পরিবেশ বিদরা। আর সেজন্য সুন্দরবনের জলজ জীববৈচিত্র্যে পরিবর্তন নিয়ে গবেষণা শুরু করেছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জেডএএসআই) এর সুন্দরবন আঞ্চলিক অফিস।সামুদ্রিক প্যারট, স্নাপার, গ্রুপার এবং এইটব্যান্ড বাটারফ্লাই ফিশ মিলেছে নদীতে। এগুলি গভীর সমুদ্রে পাওয়া যায়। এর আগে সুন্দরবনের নদী গুলিতে দেখা মেলেনি এই সব মাছের। এ নিয়ে জেডএএসআই এর সুন্দরবন আঞ্চলিক অফিসের জেএস যোগেশ কুমার বলেন,জলে নুনের মাত্রার নিশ্চয়ই বদল ঘটেছে। আর তা নিশ্চিত করতে নতুন করে আমাদের গবেষণা করা হচ্ছে।তবে নতুন এই গবেষণায় আর কী উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে।জলের লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে নাকি মাছ গুলি নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরু করেছে তাও দেখা হচ্ছে। সূত্রের খবর, মাছগুলি এক জায়গার মাছ নয়, একাধিক মহাদেশের উপকূলে পাওয়া যায় এই মাছগুলি।তবে সমস্ত দিক বিবেচনা করে বিষয়টির গুরুত্ব দিয়ে ভাবছে আধিকারিকরা। এই গবেষণার রিপোর্ট আসলেই জানা যাবে আসল রহস্য।তবে জৈব বৈচিত্র্য এর আমুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct