সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের উপস্থিতে রোড শো ঘোষপাড়া ও ফরিদপুর অঞ্চলে। এদিনের রোড শোর মাধ্যমে ভোট প্রচার করেন প্রার্থী আবু তাহের খান,সঙ্গে ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ, প্রাক্তন ব্লক সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, ব্লক নেতা জিয়াবুল সেখ,তুহিন হোসেন সহ একাধিক নেতৃত্ব ও জনপ্রতিনিধি গণ। এদিনের ভোট প্রচারে দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোট প্রচার শেষে প্রার্থী আবু তাহের বলেন সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখা গেলো তাতেই প্রমাণ করে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আর তারা তৃণমূলের প্রার্থীকে জয়ী করবেন।ভোট প্রচার শেষে পথসভা অনুষ্ঠিত হয় ভাদুড়িয়াপারা বাজারে সেই সভা থেকে বাম কংগ্রেস থেকে শুরু করে বিজেপি কে আক্রমন করেন বিভিন্ন ভাষায় তৃণমূল নেতৃত্বরা ।সভায় ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ বক্তব্য দিতে গিয়ে বলেন বিশেষ করে ফরিদপুর অঞ্চল বামের দখলে থাকলেও এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড করবে লোকসভা নির্বাচনে বলেও তিনি জানান।তিনি আরো বলেন বামের প্রার্থী মোঃ সেলিম মুর্শিদাবাদের জন্য কি করেছেন যে তাকে ভোট দিবেন,তাই সকলকে অনুরোধ জানান সকল ভোটাররা যেনো তাদের মূল্যবান ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে ভোট দেন।প্রার্থী বলেন বামের প্রার্থী সেলিম কি করেছে মুসলিমের জন্য সেই কথাও এদিনের সভায় তুলে ধরেন আবু তাহের। তিনি বাম শাসনের কথা তুলে ধরে বলেন মহ সেলিম বাম সরকারের সময় তিনি সংখ্যালঘু মন্ত্রী ছিলেন কি করেছেন তখন মুসলিমদের জন্য আর এখন মুসলিম প্রেমী সাজছেন। তাই বাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছেন তখন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার জন্য কাজ করে চলেছেন তার উপরে মুসলিমদের জন্য ইমাম মুয়াজ্জিন ভাতা চালু করেছেন যা ৩৪বছরের বাম আমলে করতে পারেনি ।তিনি আরো বলেন মুসলিমদের পাশাপাশি হিন্দু পুরোহিতদের ভাতাও চালু করেছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ নিয়ে তাহের বলেন ৩৪ বছরে একটাও মেডিক্যাল কলেজ ও ইউনিভার্সিটি করতে পারেনি ,অথচ বাংলায় ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর থেকে বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল কলেজ ও সুপার স্পেস্যালিটি হাসপাতাল বানিয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct