মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: সামনের লোকসভা ভোট এই লোকসভা ভোটকে ঘিরে সাধারণ মানুষের একটা ব্যাপক উৎসাহ থাকতো। কিন্তু পূর্ব বর্ধমান এ মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে কোন মাথা ব্যাথা দেখা যাচ্ছে না। বেশিরভাগ মানুষ ভোট নিয়ে আলোচনা করতে চাইছে না। চায়ের দোকানে যেখানে ভোট নিয়ে চাইপে চর্চার তুফান উঠতো কিন্তু সেখানে কেউ ভোট নিয়ে কোন আলোচনা করছেন না। একই প্রচণ্ড রোদে গরমে মানুষের জীবন ওষ্ঠাগত। এছাড়াও রাজনৈতিক নেতা-নেত্রীদের লাগামছাড়া ভাষণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের বিলাসব্যসন জীবনযাত্রা সাধারণ মানুষের দৈনদশা মানুষকে ভোট থেকে বিমুখ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিভিন্ন রাজনৈতিক দলের গুটিকতক মানুষ সুযোগ-সুবিধা ভোগ করছেন কিছু মানুষ ফুলে ফেপে উঠছেন। অট্টালিকার মত বাড়ি বানাচ্ছেন দামী দামী চারচাকা গাড়ি নিয়ে ঘুরছেন যাদের সোর্স অফ ইনকাম নীল ।তাদের এই জীবনযাত্রা দেখে সাধারণ মানুষের ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। যদিও ভোট এতদিন ধরে হওয়ার কারণে সাধারণ মানুষের আস্থা হারানোর আরো একটি কারণ। শাসকদলের বিভিন্ন এলাকায় রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব ও কিছু অযোগ্য নেতৃত্বের কারণে যাদের সঙ্গে মানুষের যোগাযোগ খুবই কম তারা নেতৃত্ব দিচ্ছে । সাধারণ মানুষের আন্তরিকতা হারিয়ে গেছে। বর্ধমান পূর্বের লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার সেখানে বিজেপি প্রার্থী করেছে হরিণ ঘাটার বিধায়ক অসীম সরকারকে যে ভোট প্রচারে আসার সঙ্গে সঙ্গে টিপ্পনী কাটা এবং বিভিন্ন ধরনের ছড়া কেটে বিরোধী প্রার্থীকে অসম্মান করা এবং রাজনৈতিক শিষ্টাচার হারিয়ে মানুষের মনে বিরক্তি সৃষ্টি করেছেন। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ তার বিপক্ষে বিজেপির প্রার্থী গরুর দুধে সোনা পাওয়া দিলীপ ঘোষ। যিনি গোটা ভারতবর্ষের ঠোঁট কাটা এবং অসংলগ্ন কথাবার্তা বলার এক নম্বর ব্যক্তি হিসেবে উঠে এসেছেন ।রাজনৈতিক শিষ্টাচার ভুলে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি, সাধারণ মানুষ ভালো চোখে দেখছেন না । মোট কথা পূর্ব বর্ধমানে সাধারণ মানুষের ভোট নিয়ে কোন উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে না। যেটা এর আগে কোন নির্বাচনে পঞ্চায়েত হোক বিধানসভা হোক বা লোকসভা যে উত্তাপ লক্ষ্য করা যেত সেটাই এবারে কোনভাবেই ধরা দিচ্ছে না। সাধারণ মানুষ ব্যালট বাক্সে কি করবে কেউ বুঝতে পারছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct