আপনজন: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা এক লাফে বাড়বে। এর মধ্যে ৮ টি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। কয়েকটি জায়গায় শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা।কলকাতা-সহ দক্ষিণের ১৫টি জেলায় বিশেষ সতর্কতা জারি করলেন আবহবিদেরা। সেই সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার থেকে রাজ্যের ছ’টি জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। এই ৬ জেলার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। শুক্রবার থেকে তাপপ্রবাহ শুরু হবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। এর মধ্যে ৮ টি জেলাতে বইবে লু। সংশ্লিষ্ট জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে ‘সিভিয়ার হিটওয়েভ’ বা অতি তীব্র তাপপ্রবাহ শুরু হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানান বিহস্পতিবার থেকে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে’র মধ্যে যারা বাড়ির বাইরে কাজের প্রয়োজনে বার হবেন তাদের বেশ কিছু সর্তকতা অবলম্বন করতে হবে। সুতির জামা পরতে হবে সুলতা শার্ট জামা পরা উচিত। মাথা ঢেকে রাখতে হবে। প্রয়োজনে ছাতা বা টুপি ব্যবহার করতে হবে। অথবা পাতলা কোন কাপড় দিয়ে মাথা এবং নাক মুখ ঢেকে নিতে হবে। সানগ্লাস ব্যবহার করতে হবে। প্রয়োজন এবং অপ্রয়োজনে জল বেশি করে খেতে হবে। গ্লুকোন ডি অথবা পাতিলেবুর জল খেতে হবে। কোল ড্রিঙ্কস খাওয়া থেকে দূরে থাকতে হবে। রোদের মধ্যে একটানা দাঁড়িয়ে থাকা উচিত নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct