আপনজন ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কোচবিহার সফর বাতিল করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।১৯ এপ্রিল কোচবিহারে ভোটগ্রহণ এবং প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও ৪৮ ঘণ্টার নীরবতা পালন করার কতা বুধবার সন্ধ্যায় জাানয় নির্বাচন কমিশন।সূত্রের খবর, আগামী ১৮ ও ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসুর কোচবিহার সফরের কথা জানতে পেরে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তাবিত সফর নাও হতে পারে বলে জানিয়েছে।আদর্শ আচরণবিধি (এমসিসি) অনুসারে, রাজ্যপালের জারি করা কর্মসূচিতে প্রস্তাবিত কোনও স্থানীয় কর্মসূচির আয়োজন করা যাবে না, রাজ্যপালের দফতরকে লেখা চিঠিতে উল্লেখ করেছে কমিশন।১৮ ও ১৯ এপ্রিল পুরো জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী নির্বাচন পরিচালনায় নিয়োজিত থাকবে বলেও কমিশন উল্লেখ করেছে। সূত্রের খবর, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ নম্বর ধারা অনুযায়ী, কোচবিহারের ‘সাইলেন্স পিরিয়ড’ ১৭ এপ্রিল সন্ধে ৬টা থেকে শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct