সানাউল্লাহ আহমেদ, কলকাতা, আপনজন: স্টুডেন্ট হেল্প ডেস্ক মানবিকতার নজির গড়ল ক্যান্সার দুরারোগ্য ব্যাধির মতো জটিল মারণাপন্ন রোগীদের দুয়ারে কিছু আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে। দক্ষিন ২৪ পরগনার কুল্পী ব্লকের চন্ডীপুর গ্রামের অসুস্থ কর্মহীন মোমিন আলী খান এর ১০ বছরের কন্যা মোমতাহেনা খান দুরারোগ্য ক্যান্সারের শিকার। বিগত দুই বছর ধরে প্রথমে ব্যাঙ্গালোর ও পরে বা বর্তমানে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন প্রকৃত অভিভাবক বলতে গেলে দিদা মতীয়ন বিবি ও ষাটোর্ধ দাদু নূর হোসেন খান। বিগত দুই বছর ধরে এই ছোট্ট শিশুটির চিকিৎসার স্বার্থে এলাকার মানুষ অপরিচিত মহলে সাহায্য নিয়ে ও নিজের যেটুকু সহায় সম্পত্তি ছিলো সব মিলিয়ে কুড়ি লক্ষাধিক টাকা ব্যয়ের ফলে পরিবারটি বর্তমানে সহায় সম্বলহীন।ও ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল থেকে ছুটি করে নিতে বাধ্য হয়েছে আর্থিক সমস্যার কারণে। এমতাবস্থায় স্টুডেন্ট হেল্প ডেস্ক নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছু অর্থ নিয়ে পাশে দাড়ালো। এমনকি মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়ার এক হতদরিদ্র মেধাবী ছাত্রের বয়স ২১ বর্তমানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র বেশকিছুদিন ধরে পেটের জটিল রোগে আক্রান্ত হয়ে কোলকাতা পেয়ারলেস হসপিটালে ভর্তি। এমতাবস্থায় এই দুঃস্থ মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়েছে স্টুডেন্ট হেল্প ডেস্ক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল জানান যে, স্টুডেন্ট হেল্প ডেস্ক থেকে বহুমুখী কর্মসূচি উদ্যোগ নেওয়া হচ্ছে একেরপর এক এবং প্রতিটি কাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো কারন এই সংগঠনে যে সকল যুব ছেলেরা জড়িত রয়েছে সকলেই খুব সক্রিয় এবং সৎনিষ্ঠার সহীত কর্মঠ ব্যক্তিত্বের অধিকারী। তিনি আরো বলেন এই সংগঠনের মধ্যে দিয়ে আগামী দিনে আরো বহুমুখী জনকল্যাণমূলক কাজ হবে এবং সমাজের সর্বস্তরের মানুষদের এইরকম সমাজ সেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct