সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: এ যেন সাক্ষাৎ রামলালা এবার বাঁকুড়া শহরে। রামনবমীর আগে এক মেকআপ শিল্পীর মেকআপের জাদুতে নিজের ছেলেকে সাজিয়ে তুলেছেন সদ্য অযোধ্যায় স্থান পাওয়া রামলালার আদলে। এক পলকে দেখলে অবাক হবেন আপনিও। বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গার বাসিন্দা মেকআপ শিল্পী চৈতালি বিশ্বাস এর আগেও তার সৃজনে নজর কেড়েছেন। দীর্ঘদিন ধরেই তার স্কুলডাঙ্গার বাসভবনে কখনো আলুর তারা মা আবার কখনো বেগুনের শিব বানিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। এবার রাম নবমীর প্রাক্কালে নিজ হাতে ছেলেকেই রূপ দিয়েছেন রামলালার। অযোধ্যার রাম মন্দিরের রামলালা যেন তার বাড়িতেই বিরাজমান। ছেলে আয়ুষ্মান বিশ্বাসকে এই রূপ দিতে টানা প্রায় ১০ ঘণ্টা ধরে চলে মেকআপের কাজ। রামলালার আদলে মুখের অবয়ব থেকে অঙ্গসজ্জা এবং বিভিন্ন অলংকারের মেলবন্ধনে একদম জীবন্ত রামলালার রূপ দিয়েছেন চৈতালি দেবী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct