নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: সারা দেশে ১৫১টি লোকসভা কেন্দ্র সহ রাজ্যের ৪২টি আসনেই এবার প্রার্থী দিচ্ছে এস ইউ সি আই ( কমিউনিস্ট )। মঙ্গলবার বিকেলে দলের তরফ থেকে হাওড়ার শরৎ সদনের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের এসইউসিআই দলের প্রার্থী উত্তম চ্যাটার্জি এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী নিখিল বেরা। সাংবাদিক বৈঠকে হাওড়া জেলা কমিটির পক্ষে সৌমিত্র সেনগুপ্ত এবং মিনতি সরকার প্রার্থী পরিচিতি করান। হাওড়া সদর কেন্দ্রের প্রার্থী উত্তম চ্যাটার্জি বলেন, গোটা দেশে বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি আজ এক জ্বলন্ত সমস্যা। এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে। বন্ধ শিল্প-কারখানা, জুট শিল্প-সহ হাওড়ার বিভিন্ন সমস্যা নিয়েও আমাদের আন্দোলন চলছে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী নিখিল বেরা বলেন, জরি শিল্প থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, বিভিন্ন সমস্যা রয়েছে। আমতা ও উদয়নারায়ণপুরে বন্যা প্রতিরোধে স্থায়ী সমাধান করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct