চন্দনা বন্দ্যোপাধ্যায়, কুলতলি, আপনজন: কেন্দ্রের ফ্যাসিবাদী বিজেপি ও রাজ্যের স্বেরাচারী তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পরাজয় করে আই এস এফ প্রার্থী মেঘনাদ হালদারকে লোকসভায় পাঠানোর প্রার্থনা করলো ভাঙরের বিধায়ক তথা আই এস এফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। মঙ্গলবার কুলতলির মেরীগঞ্জ ১ নং কয়ালের চকে জয়নগর লোকসভার আই এস এফ প্রার্থী মেঘনাদ হালদারের সমর্থনে জনসভায় এসে ঝাঁঝালো কণ্ঠে এই কথাই বলেন নওশাদ সিদ্দিকি। তিনি এদিন তীব্র দাবদহের মধ্যে আগত কয়েক হাজার মানুষকে কুনির্শ করে বলেন, আপনারা দশবছর তৃণমূলকে লোকসভায় পাঠিয়েছেন। কিন্তু আপনার এলাকায় কোনো কাজ করে নি। এরা সি এ নিয়ে মুখে বড় বড় কথা বলেন অথচ লোকসভায় সি এ নিয়ে ভোটাভুটিতে বিরত থাকেন।তৃণমূল বিজেপি একে আরেকের সাথে আছে।আর আপনাদের বোকা বানাচ্ছেন।তাই এদের একটাও ভোট নয়।আপনাদের মনের কথা, কাজের কথা তুলে ধরতে মেঘনাদ হালদারকে একবার লোকসভায় পাঠান। এদিনের জনসভায় ভিড় ছিল উল্লেখ করার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct