নিজস্ব প্রতিবেদক, সোনারপুর, আপনজন: ‘সকল মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারের ক্ষেত্রে সমান’ স্লোগানকে পাথেয় করে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মকরমপুরে শিশু বিকাশ কলেজ অফ এডুকেশনের সভাঘরে মানবাধিকার সংস্থার এক মনোজ্ঞ মানবাধিকার সভা অনুষ্ঠিত হল। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে আয়োজিত এই আলোচনায় সভায়। এই সেমিনারে ভারত বাংলাদেশ উভয় দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সুদূর বাংলাদেশ থেকে এসেছিলেন এই সংগঠনের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির মুখ্য উপদেষ্টা এটিএম মমতাজুল করিম। তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের মানবাধিকারের দাবিতে যে সংগ্রাম চলেছিল তার সাফল্যের পিছনে তৎকালীন ভারত সরকারের বিশেষ সহযোগিতা ছিল। তাই মানবাধিকার আদায় ও মানিবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে এই সংগঠন এগিয়ে আসবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই আলোচনা সভার অন্যতম অতিথি শিক্ষাবিদ ও প্রাক্তন সরকারি আইনজীবী মুন্সী আবুল কাশেম দেশভাগের স্মৃতিচারণায় তার বড় ভাই দেশভাগের সময় ওপার বাংলায় চলে গেলে তার পিতার বেদনার কথা তুলে ধরেন। তিনি বলেন, মানবিক মূল্যবোধের কারণে উভয় বাঙলার মানুষের আত্মার টান রয়েছে। তাই মানুষের অধিকারের লড়াইয়ে সবাইকেই এক হওয়ার আহ্বান জানান। এই সেমিনারের সভাপতি ডা. আবদুর রশিদ মোল্লা বলেন, মানবাধিকার কি তা সবাইকে জানা দরকার। নিজের অধিকার সম্পর্কে জানতে পারলে তবেই সাংবিধানিক অধিকারের কথা জানা যাবে। আয়োজিত সংগঠনের সম্পাদক আইনজীবী আদম সফি খান মানবাধিকার কি, কীভাবে মানবাধিকার আদায় করতে হয় তার সুলুক সন্ধান জানান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমদাদ হোসেন মানবাধিকার নিয়ে পড়ুয়াদের এগিয়ে আসার আহ্বান জানান। সভাটি সুন্দরভাবে পরিচালনা করেন শিক্ষারত্ন প্রাপ্ত ড. অপুর্ব কুমার বিশ্বাস। সেমিনারে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রজব আলি মোল্লা, আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা মুজিবর রহমান, সমাজসেবী নুরুল হক মোল্লা, শিক্ষক তপনকুমার পাত্র, তারাপদ মণ্ডল, মঞ্জু লস্কর, সাগির হোসেন, ওপার বাংলার সঙ্গীত শিল্পী শামান্তা শাহিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct