নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সন্দেশখালির আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে রেশেন বন্ঠন দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হনমেহবুব মোল্লা, সুকমল সর্দার ,আলী হোসেন ঘরামী। তাদেরকে মঙ্গলবার ৩০০০ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হল বসিরহাট মহকুমা আদালত থেকে।এই প্রথম জামিন পেলেন সন্দেশখালি কান্ড নিয়ে সিবিআই হেফাজত থেকে ৩ জন। আসামির পক্ষে আইনজীবী কালিচরণ মন্ডল জানান, তার তিন মক্কেলকে গ্রেফতার করার পর ৯৪ দিন হয়ে গিয়েছে। সিবিআই এখনো পর্যন্ত ধৃত দের বিরুদ্ধে কোন রিপোর্ট আদালতে জমা দিতে পারেনি। তাই বসিরহাট মহকুমা আদালত মেহেবুব মোল্লা, সুকমল সর্দার ও আলী হোসেন ঘরামীকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেয়। এদিকে মঙ্গলবার বসিরহাটের পুলিশ সুপার অফিসে সিবিআই এর একটি প্রতিনিধি দল যায়। সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক করার পর ওই সিবিআই এর প্রতিনিধি দলটি সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয়। সন্দেশখালিতে বিভিন্ন স্পটে ফের পরিদর্শন করেন সিবিআই অফিসাররা। শাহজাহানের বাড়ির পাশাপাশি যেখানে প্রথম গোলমাল হয়েছিল সেইসব স্পট গুলিতে যান সিবিআই অফিসাররা। গ্রামবাসীদের সাথে কথাও বলেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct