নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: সারা রাজ্যের পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর দমকল কেন্দ্রের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন ও প্রচার অভিযান।এই অভিযান চলবে ২০ এপ্রিল পর্যন্ত বলে জানান হরিশ্চন্দ্রপুর দমকল অফিসার ইনচার্জ প্রবীর রায়।’অগ্নি নিরাপত্তা নিশ্চিত করুণ,জাতি গঠনে অবদান রাখুন’-এবছর এই থীম কে সামনে রেখে প্রচার অভিযান চালাচ্ছে দমকল কর্মীরা।মানুষকে সাবধান করতে গ্রামের মেঠোপথে ধুলো উড়িয়ে মাইক লাগানো টোটো নিয়ে প্রচারে নেমেছেন দমকল কর্মীরা।হরিশ্চন্দ্রপুর দমকল অফিসার ইনচার্জ প্রবীর রায় বলেন,’প্রতি বছর মরসুমের এই তিন-চার মাসে মানুষের অসাবধানতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তা ছাড়া ১৪ থেকে ২০ এপ্রিল সরকারের ঘোষিত’অগ্নি নিরাপত্তা সপ্তাহ’ পালিত হচ্ছে। মানুষকে সচেতন করতেই প্রচার করা হচ্ছে। হরিশ্চন্দ্রপুর দমকল কেন্দ্রের অধীনে থাকা স্কুল, কলেজ, হাসপাতাল, নার্সিংহোম, ফ্যাক্টরি ও শপিংমল সহ বিভিন্ন জনবহুল জায়গায় দমকলের আধিকারিক ও কর্মীরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখছে।পাশাপাশি সেখানকার কর্মীদের অগ্নি নিরাপত্তার ব্যাপারে প্রশিক্ষিত করতে মহড়া দেওয়া হচ্ছে ও সচেতন করা হছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct