আপনজন ডেস্ক: নির্বাচনী প্রচারে বালুরঘাটে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করেন নরেন্দ্র মোদি। এদিন বালুরঘাট রেলস্টেশন ময়দান সংলগ্ন এলাকায় আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন, বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার, বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যেন রায়, তপন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ আরো অনেকে।এদিন নিজের বক্তব্যের শুরুতে নরেন্দ্র মোদী বলেন, ‘আজ পুরো বাংলা বলছে ৪ জুন ৪০০ পার। গত পয়লা বৈশাখের দিন বিজেপির সংকল্প পত্র দেশের জনগণের জন্য প্রকাশ করা হয়েছে। সংকল্প পত্রে মোদি আগামী পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে। সম্পূর্ণ ফ্রিতে বিদ্যুতের জন্য সোলার প্লান্টের ব্যবস্থা করা হবে। ৭০ বছরের বেশি বয়সের বয়স্ক ব্যক্তিদের আয়ুষ্মান প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেয়া হবে।’রামনবমী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় রামনবমী পালন আটকাতে ষড়যন্ত্র করেছে তৃণমূল। কিন্তু দিনের শেষে আদালতের নির্দেশে সত্যের জয় হয়েছে।’উন্নয়নের বার্তা দিয়ে মোদি জানান, ‘আগামী ৫ বছরের গ্যারান্টি দিচ্ছি। গরিবদের জন্য ৩ কোটি আরও নতুন ঘর তৈরি হবে। আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে। বাড়ি বাড়ি সিলিন্ডারের সুবিধা পাবেন দেশের সব মানুষ।’তিনি আরো বলেন, ‘যবে থেকে মোদীর গ্যারান্টি কার্ড এসেছে, তৃণমূলের লোকেরা দু’গুণ ক্ষেপে গিয়েছে। দলিত, আদিবাসী, বঞ্চিতরা তৃণমূলের দাস নয়। এবং দাস থাকবেও না। আদিবাসী মহিলাদের নীচু দেখানো তৃণমূল নিজেরাই নীচু হয়ে যাবে। বাংলায় মেয়েদের আইটি, শিক্ষা, পর্যটনের প্রশিক্ষণ দেওয়া হবে।’মোদী বলেন ‘বামফ্রন্ট ও তৃণমূল মিলে বালুরঘাটের মতো জায়গা কে উন্নয়নের দিক থেকে বঞ্চিত করে রেখেছে। এখানকার যুবকদের কাজের জন্য ভিন রাজ্যে যেতে হয়। তৃণমূলের এত বিরোধ সত্ত্বেও বিজেপি বালুরঘাটের উন্নয়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেই চলেছে। বালুরঘাট রেল স্টেশন কে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।কেন্দ্র সরকার বালুরঘাট এয়ারপোর্ট এর জন্যও অনেক প্রচেষ্টা চালিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct