নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবাংলার মুসলিমদের পশ্চাদপদতার যে চিত্র ফুটে উঠেছিল সেখানে উচ্চ পদস্থ সরকারি আমলার চাকরিতে রাজ্যের মুসলিমদের অগ্রগতি নজর কাড়ছে। স্বাধীনতা পরবর্তীতে পশ্চিমবাংলা থেকে আইএএস হয়ে প্রথম নজির সৃষ্টি করেছিলেন সেখ নুরুল হক ও েমাস্তাক মুর্শেদ। তার পর তাদের উত্তরসূরী হয়ে ওঠেন আরও দুজন। একজন কলকাতার আজার জিয়া। আর অন্যজন উত্তর দিনাজপুরের ইসলামপুরের মানজার আনজুম। এবার তাদের সঙ্গে আর এক বাংলার সন্তান আইএএস হিসেবে নাম লেখালেন। তিনি হলে আসানসোলের বার্নপুরের ভূমিপুত্র মুহাম্মদ ওয়ার্শিদ খান। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৩ সালের পরীক্ষার ফলাফল। তাতে উত্তীর্ণ ১০১৬ জনের মধ্যে স্থানন করে নিয়েছেন ওয়ার্শিদ খান। তার প্রাপ্ত স্থান ১০১২।
আসানসোলের বার্নপুরের বাসিন্দা বশির খান ও রাবিয়া খাতুনের তিন সন্তানের মধ্যে দুই কন্যা এবং একমাত্র পুত্র মুহাম্মদ ওয়ার্শিদ। তার বেড়ে ওঠা আসানসোলেই। জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কমিশনার হিসেবে তার কর্মজীবনের শুরু। পরে তিনি মুর্শিদাবাদেরর ভগবানগোলা-২ এর বিডিও পদে আসীন হন। এরপর যোগ দেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-২ এর বিডিও হিসেবে। এরপর গত ১৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তিতে তাকে মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের নিয়োগের কথা বলা হলেও পরে তা বাতিল করা হয়। এরপর গত ৬ মার্চ পশ্চিমবঙ্গ সরকারে এক বিজ্ঞপ্তি জারি করে মুহাম্মদ ওয়ার্শিদ খানকে কোচবিহার জেলার ডিএম ডিসি পদে নিয়োগ করে। বর্তমানে তিনি নির্বাচন কমিশনের অধীনে কোচবিহারে জেলার এইআরও পদে কর্মরত বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, তিনি দিল্লি ড. জাফর মাহমুদের জাকাত ফাউন্ডেশন থেকে আইএএস প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া, কলকাতা অ্যাকাডোিমক অ্যাসোসিয়েশনের ডব্লুবিবিএস পরীক্ষার প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানিয়েছেন ওই সংস্থার কর্ণধার শামিম সরকার। তবে, মুহাম্মদ ওয়ার্শিদের জীবনে উচ্চ পদস্থ সরকারি আমলা হওয়ার অভিষেক ঘটে ২০১৮ সালের ব্যাচের ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) হয়ে। তার পরিবার সূত্রে খবর, এখানেই থেমে থাকতে না চেয়ে দিল্লি জাকাত ফাউন্ডেশনের আইএএস কোচিংয়ে জোর দেন আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন অবশেষে সফল হতে চলেছে মুহাম্মদ ওয়ার্শিদের। আর তার এই সাফল্যে বাংলার শুধু গৌরব বৃদ্ধি হল না, রাজ্যের মুসলিম সমাজের মুকুটে যুক্ত হল নতুন পালক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct