আপনজন ডেস্ক: ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় জারি করা এক বিবৃতিতে সব পক্ষকে ‘শান্ত থাকা ও ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছে। রোববার (১৪ এপ্রিল) স্থানীয় সময় রাতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনো সরাসরি হামলা এটি। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলা ও ১৩ জনের নিহতর ঘটনায় বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে গাজা সংঘাত আরো দীর্ঘ হবে। সংঘাত এখনই শেষ হওয়া উচিত। বিবৃতিতে চীনা মুখপাত্র আরো বলেন, গত ২৫ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যে প্রস্তাব গৃহীত হয়েছে তা বাস্তবায়নে আর বিলম্ব করা উচিত নয়। চীন আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে। চীন গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যে মধ্যস্থতা করেছিল। রয়টার্স একপ্রতিবেদনে জানিয়েছে যে, চীন ইরানকে ইরান-সমর্থিত হুথিদের দ্বারা লোহিত সাগরে জাহাজে হামলার লাগাম টেনে ধরতে বা বেইজিংয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষতির ঝুঁকিতে সাহায্য করতে বলেছিল। এর আগে ইরানে চীনা দূতাবাস রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি অনুসারে দেশটিতে থাকা চীনা নাগরিক এবং সংস্থাগুলোকে নিরাপত্তা সতর্কতা জোরদার করার পরামর্শ দিয়েছে। চায়না সাউদার্ন এয়ারলাইন্স রোববারের জন্য ইরানের একটি ফ্লাইট বাতিল করেছে এবং হাইনান এয়ারলাইনস বলছে যে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct