মোহাম্মাদ সানাউল্লা, নলহাটি, আপনজন: এক তরুণ চিকিৎসক বীরভূম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বলে তাকে ঘিরে শুরু হয়েছিল জোর জল্পনা। শেষ পর্যন্ত তারই অবসান ঘটালেন নলহাটির কয়থা গ্রামের সেই তরুণ চিকিৎসক আব্দুল করিম। কারণ প্রার্থীর নাম ঘোষণার আগেই তাকে প্রার্থী চেয়ে তার নামে প্রচার শুরু করে দিয়েছিলেন তার অনুগামীরা। একই সঙ্গে কিছু দিন আগে তিনি ফরওয়ার্ড ব্লকে যোগদান করাতে সেই প্রার্থীর সম্ভাবনা আরও প্রবল ভাবে জেগেছিল। কিন্তু রবিবার দুপুরে সেই জল্পনার অবসান ঘটালেন তরুণ চিকিৎসক আব্দুল করিম। এদিন একটি ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন তিনি যে, রাজনীতির মতাদর্শে যোগ দিয়েছিলেন। কিন্তু তিনি মানুষের সেবার কাজেই থাকতে চান। তিনি চিকিৎসার কাজে যেভাবে আছেন সেভাবেই থাকতে চান। তার কাছে রাজনীতির রং বর্ণভেদ কিছু নেই। তিনি আরও বলেন, আমার কাছে দল মত রং নির্বিশেষ প্রার্থী হওয়ার থেকে মানুষকে সেবা করতে আমি বেশি আগ্রহী। আমি সেটাই করতে চাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct