সুব্রত রায়, কলকাতা, আপনজন: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুরসভার তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হল। গত ২২ মার্চ ওই ঘটনায় তদন্ত করতে একটি সাত সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা পুরসভা। শুক্রবার ওই তদন্ত কমিটি ছটি বিষয়ে রিপোর্ট জমা দেয় কলকাতা পুরসভার বর্তমান কমিশনার ধবল জৈনের কাছে। সেই রিপোর্টের ওপরেই ভিত্তি করে তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করে কলকাতা পৌরসভা। তবে ওই ঘটনায় তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তে নিরপেক্ষতা রাখতেই ওই তিন ইঞ্জিনিয়ার কে সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ার পরেই ওই তিন ইঞ্জিনিয়ার এর ভুল ত্রুটি চিহ্নিত হবে বলে জানা গিয়েছে। এর আগে ওই ইঞ্জিনিয়ারদের বিল্ডিং বিভাগ থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছিল। এবার তদন্ত প্রক্রিয়া চলাকালীন তাদের সাসপেন্ড করা হল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কত ১৭ মার্চ কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান বহুতল বাড়ি ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু হয়। ঘটনার পর ১৮ মার্চ সন্ধ্যায় মেয়র ফিরহাদ হাকিম এর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকের পর ১৫ নম্বর বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে শোকজ করা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে ওই ইঞ্জিনিয়ারদের শোকজের জবাব দিতে বলা হয়। এরপর তারা যে জবাব দেয় তা সন্তোষজনক বলে মনে করেনি কলকাতা পুরসভা। তাই ওই ইঞ্জিনিয়ারদের কয়েক মাসের জন্য সাসপেন্ড করা হয়। জানা গেছে, বর্তমান তদন্ত কমিটির রিপোর্টে সিমেন্টে কংক্রিট ঠিক ছিল না সঙ্গে রাফ ফুটিং অর্থাৎ ভিতে বিন্দুমাত্র কংক্রিটের অস্তিত্ব পাওয়া যায়নি এই ধরনের কথা উল্লেখ রয়েছে। এছাড়া নির্মাণ ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও রিপোর্টে বলা হয়েছে। কোনরকম স্ট্রাকচারাল ডিজাইন ছাড়া বহুতলটি নির্মাণ করা হচ্ছিল বলে, রিপোর্টে উল্লেখ হয়েছে। যদিও এখনো ওই ঘটনাস্থলের মাটি পরীক্ষা করা হয়নি। সেটি আগামী দিন কলকাতা বিশ্ববিদ্যালয় করবে বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct