আব্দুস সামাদ মন্ডল, দেগঙ্গা, আপনজন: শনিবার দেগঙ্গা সংলগ্ন এলাকায় বরকতি চিলড্রেন একাডেমিতে এক টাকার বইমেলা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক শো নিয়ে সারাদিন ধরে চলল ঈদ মিলন উৎসব ২০২৪এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. ফারুখ আব্দুল্লাহ, বিশিষ্ট বাচিক শিল্পী সামসাদ বেগম, বিশিষ্ট গজল শিল্পী গোলাম রসুল।এই ঈদ মিলন উৎসবে ‘এক টাকার বই মেলা’ সকলের নজর কেড়েছে। এক টাকার বিনিময়ে নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর বেসরকারি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের নামিদামি প্রকাশনের বই। এছাড়াও কবিতা,গল্প,নাটক সহ ইসলামিক নানান ধরণের বই কিনতে ঢল নামে অভিভাবক অভিভাবিকাদের।এলাকার নানান প্রান্ত থেকে ছোট থেকে বড় সব বয়সীর মানুষ অনুষ্ঠানে ভিড় জমায়। এদিনের অনুষ্ঠানে বাচ্চাদের হার্টের নানান সমস্যা ও তার চিকিৎসার জন্য সচেতনতা করেন ডাক্তার মীর মিনহাজ। এদিনের অনুষ্ঠানে ম্যাজিক শো দেখাতে আসেন ম্যাজিসিয়ান আর কে সরকার। এছাড়াও শিশুদের আনন্দ দানের জন্য ছিল মিকি মাউস ও জাম্পিং এর ব্যবস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ মধ্যে সেক্রেটারি হাশিম আব্দুল হালিম বরকতি (মুকুল), প্রেসিডেন্ট আরিফ আব্দুল হাফিজ বরকতি (বকুল) ও ট্রেজারার কাজী রোজিনা জামান। এছাড়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন গউস মোস্তফা, সাবানা খাতুন, সুমাইয়া খাতুন, তুহিনা, মারিয়াম ও অনু বিশ্বাস সহ আরো অনেকেই। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করে মোফাস্সেল পাইক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct