আপনজন ডেস্ক: ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শনিবার (১৩ এপ্রিল) রাতে এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের হামলার সমন্বিত প্রতিক্রিয়া জানাতে জি৭ নেতাদের প্রতি আহ্বান জানাবেন বাইডেন। ইরানের হামলার খবর শুনে, দেলাওয়ারের ভ্রমণ সংক্ষিপ্ত করে শনিবারই ওয়াশিংটনে ফিরে আসেন বাইডেন। রাজধানীতে ফিরেই জাতীয় নিরাপত্তা দলের সাথে সাক্ষাৎ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, ইরানের হামলায় মার্কিন বাহিনী এবং স্থাপনাগুলো টার্গেট করা হয়নি। তবে ইসরায়েলে আক্রমণকারী ইরানের প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে মার্কিন বাহিনী সহয়তা করেছে। তবে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে সরাসরি কোনও আক্রমণে অংশ নেবে না বলেও জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোনে জেরুসালেমকে নিরাপত্তার জন্য সর্বাত্মক সহযোগিতা করার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বিবৃতিতে বাইডেন বলেন, ইসরায়েলে মার্কিন বাহিনী বা মার্কিন বাহিনীর স্থাপনাগুলোতে কোনও হামলা না হলেও, পুরো অঞ্চলজুড়ে ইসরায়েলের প্রতিপক্ষের হুমকির প্রতি সজাগ থাকবে তার বাহিনী। ইসরায়েলি নেতাদের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে। বাইডেন বলেন, আগামীকাল, আমি ইরানের নির্লজ্জ আক্রমণের জন্য একটি ঐক্যবদ্ধ কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করতে আমার সহকর্মী জি৭ নেতাদের আহ্বান করব। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতেই এ হামলা বলে জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলেরই নেতৃস্থানীয় আইনপ্রণেতারা ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct