আপনজন ডেস্ক: যাত্রীবাহী বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায়। স্থানীয় সময় আজ শনিবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অজ্ঞাত বন্দুকধারীদের একটি দল বেলুচিস্তানের কোয়েটা থেকে ইরানের সীমান্তবর্তী শহর তাফতানে একটি যাত্রীবাহী বাস থামিয়ে দেয়।এরপর বাসে থাকা যাত্রীদের আইডি কার্ড চেক করে এবং পাঞ্জাব প্রদেশের ৯ যাত্রীকে হত্যা করে। বেলুচিস্তান প্রদেশের পার্বত্য অঞ্চল নুশকি জেলার কাছে শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। যদিও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সেখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদীরা লড়াই করছে। আরব নিউজের সঙ্গে কথা বলার সময় নুশকির একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, সশস্ত্র একটি দল কোয়েটা-তাফতান মহাসড়কে একটি যাত্রীবাহী বাস আটকায়। জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট পুলিশ (এসএসপি) আল্লাহ বুখশ বলেছেন, ‘সুলতান চরাহির কাছে তাদের আইডি কার্ড চেক করার পর ৯ যাত্রীকে তারা নামিয়ে নেয় এবং একটি পাহাড়ের কাছে নিয়ে গিয়ে গুলি করে।’ তিনি আরো বলেন, ‘পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থা সন্ত্রাসীদের তাড়া করলে, তাদের দিকে রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে তাদের ধরার জন্য খোঁজ চলছে।’ প্রধান সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী দল বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পর গত দুই মাসে এই অঞ্চলে হামলা জোরদার করেছে। গোষ্ঠীটি এই সময়ের মধ্যে গোয়াদর এবং কেচ জেলায় দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় সমন্বিত আক্রমণ শুরু করে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি যাত্রীদের হত্যার ঘটনার নিন্দা করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই সন্ত্রাসীদের ক্ষমা করব না। এরা পাকিস্তানের শত্রু এবং বেলুচিস্তানে শান্তি নষ্ট করতে চায়।’পাকিস্তান সরকার এবং পাঞ্জাব প্রদেশের বিরুদ্ধে বেলুচ জাতীয়তাবাদীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং অর্থনৈতিক শোষণের অভিযোগ করে আসছে। তাদের অভিযোগ, বেলুচিস্তানের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ থেকে একচেটিয়া লাভ করছে পাকিস্তান সরকার। তবে পাকিস্তানি প্রশাসন অতীতে এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে। বরং সরকার বলছে, বেলুচিস্তানের বাসিন্দাদের জীবনযাত্রার উন্নতির জন্য বেশ কিছু উন্নয়ন উদ্যোগ চালু করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct