নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: মুর্শিদাবাদের চাতক ফাউন্ডেশন আয়োজিত অষ্টম বর্ষ ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হলো অনলাইন অনুষ্ঠানের মধ্য দিয়ে । অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন বিশিষ্ট ইতিহাসবেত্তা দার্শনিক তথা চাতকের মুখ্য উপদেষ্টা খাজিম আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই এদিন ঈদ মিলন উৎসব অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন চাতকের সম্পাদক শেখ মফেজুল। তিনি বলেন বর্তমান প্রেক্ষিতকে সামনে রেখে বিশ্বজুড়ে যে ঈদ উৎসব পালিত হলো, সেই ঈদকে কেন্দ্র করে এ বঙ্গে ঈদের প্রাসঙ্গিকতা এবং প্রতিবেশীদের কাছে ঈদ নিয়ে কিভাবে সাহিত্য সংস্কৃত চর্চা হওয়া উচিত সেই নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ‘চাতক’ সম্পাদক । এদিন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩১ কে স্বাগত জানিয়ে সকলকে অভিনন্দন জানান শেখ মফেজুল । বাংলাদেশ ঢাকা থেকে এ বঙ্গের সন্তান বিশিষ্ট শিক্ষক এডুকেশন কনসালটেন্ট আব্দুল বাসিত অনুষ্ঠানে যোগদান করেন । যোগদান করেছিলেন এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক সমাজসেবী শিক্ষক সহ বিশিষ্টজনেরা।
এদিন ঈদ উৎসব কে কেন্দ্র করে বিভাগ পরবর্তী বাংলায় কিভাবে সাহিত্য সংস্কৃতি চর্চা হচ্ছে, আর কেমন সাহিত্য চর্চা হওয়া উচিত, সেই নিয়ে জ্ঞান গম্ভীর অতলান্তিক আলোচনা করেন বিশিষ্ট ইতিহাসবেত্তা, প্রাবন্ধিক খাজিম আহমেদ । তিনি তুলে ধরেন শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন যাবতীয় কাজ করতে গেলে সর্বোপরি প্রয়োজন অর্থের। এই অর্থ কিভাবে আমরা রোজগার করতে পারি, অর্থ দিয়ে কি ভাবে সমাজকে বদলাতে পারি তার সুনির্দিষ্ট পথনির্দেশনা করেন তিনি। তিনি গভীর আত্মপ্রত্যায় ব্যক্ত করে বলেন, এ বাংলায় এক শ্রেণীর শিক্ষিত সমাজ যারা শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে চাইছেন কিন্তু কোনভাবেই আর্থিক সামাজিক উন্নয়ন কিভাবে সম্ভব সেই নিয়ে এতোটুকু ভাবিত নন । সমাজের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়, যদি আমরা কুটির শিল্প থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করি । সর্বোপরি “দি স্পিরিট অব ইসলাম” যে তথ্য আমাদের সামনে হাজির করেছে, তাকে উপেক্ষা করতে কখনোই পারি না । খন্ডিত একটা জাতিসত্তাকে এ বাংলায় উজ্জীবিত করার মূল বিষয় হলো আর্থিকভাবে চাঙ্গা করা । তাই ঈদ মিলনের প্রাসঙ্গিকতা আমাদের খন্ডিত বাংলার জাতিসত্তাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সর্বাপেক্ষা দরকার একজোট হওয়া । উন্নয়ন নিয়ে ভাবা । সাহিত্য সংস্কৃতির চেতনাকে আরো মুক্ত দিগন্তে উন্মেষিত করা । যে কাজ চাতক ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে করে চলেছে। আমরা চাই এ বঙ্গে একটি আইডিয়াকে প্রতিষ্ঠা করতে, তার জন্য দরকার সকলের সহযোগিতা। তিনি আরো বলেন এই আজকের ওয়েবিনারে যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন, আলোচনায় অংশগ্রহণ করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে আমাদের সাথে আরও দৃঢ়ভাবে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। কবিতা পাঠ করেন কবি গোরাচাঁদ পাল, আজিজুল হক। এছাড়াও মতামত প্রকাশে অংশগ্রহণ করেন আব্দুল বাসিত, আইয়ুব আলী, জহিরুল ইসলাম, আশরাফ আলী প্রমুখ ব্যক্তিবর্গ সহ আরো অনেকে। প্রযুক্তি ও কারিগরি সহযোগিতায় ছিলেন চাতকের সোশ্যাল মিডিয়া সম্পাদক তথা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাতক ফাউন্ডেশন এর সম্পাদক শেখ মফেজুল ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct