নিজস্ব প্রতিবেদক, জঙ্গিপুর, আপনজন: মানুষ বিকল্প চাইছে। সেইজন্য খাম চিহ্নে ভোট দিয়ে বিকল্পের রাস্তা তৈরি করতে হবে কেননা এটিই হল আস্থার প্রতীক। রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক নির্বাচনী জনসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আইএসএফ তৈরি হয়েছে। সেই অধিকারের কথা সংসদে পৌঁছনোর জন্য জঙ্গিপুর কেন্দ্র থেকে শিক্ষানুরাগী, সমাজসেবী ও ব্যবসায়ী সাজাহান বিশ্বাসকে দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে। মুর্শিদাবাদের নদী ভাঙন সমস্যা, পরিযায়ী শ্রমিকের সমস্যা, বিড়ি শ্রমিকের সমস্যা সহ নানান সমস্যাগুলির সমাধান করতে আইএসএফ প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান নওশাদ সিদ্দিকী। তিনি আরো বলেন, প্রায় ৭৮ লক্ষ মানুষ মুর্শিদাবাদে বসবাস করেন। কিন্তু এখানে এখনও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হল না। উল্লেখ্য, এই ক্যাম্পাসের জন্য সাজাহান বিশ্বাস জমি দান করেছিলেন। তিনি বলেন, মুর্শিদাবাদে এইমসও তৈরি হল না। এর আগে যারা সাংসদ হয়েছেন, তাঁরা এই বিষয়ে সদর্থক উদ্যোগ নেয়নি বলে তিনি বলেন। তিনি বলেন, আইএসএফকে যারা অচ্ছুৎ করে রাখছে তারা ভেতরে ভেতরে তৃণমূল-বিজেপিকেই সাহায্য করছে। এদিনের এই জনসভায় প্রার্থী সাজাহান বিশ্বাস সহ আইএসএফের অন্যান্য জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিকে, সন্ধ্যায় নদীয়ার করিমপুরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব সেখের সমর্থনেও নওশাদ সিদ্দিকী ভাষণ দেন। তিনি বলেন, অমুককে হারানো বা তমুককে জেতানোর দায়িত্ব আমাদের নয়। দীর্ঘ ৭৫ বছর ধরে আমরা অনেককে মন্ত্রী কিংবা সাংসদ বানিয়েছি। কিন্তু মানুষের অধিকারগুলি বঞ্চিত থেকেই গেছে। সুতরাং নিজের হক আদায়ের জন্য সংসদে জনগণের প্রতিনিধিকে পাঠাতে হবে। সেই জনগণের প্রতিনিধি একমাত্র আইএসএফ দিতে পারে বলে দৃঢ়তার সঙ্গে জানান। তিনি বলেন, মেরুকরণের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে এই বাংলায় বিজেপিকে স্থান করে দিচ্ছে। সুতরাং বিজেমূলকে পরাস্ত করতে আগামী ৭ই মে আইএসএফের প্রতীক খাম চিহ্নে ভোট দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct