আপনজন ডেস্ক: রবিবার ভোর রাতে বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে গুলি ছুঁড়ে পালিয়ে গেল অজ্ঞাতনামা দুর্বৃত্ত। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এই ঘটনাটি ঘটে। এমন ঘটনার পর ওই অঞ্চলে পুলিশি নিরাপত্তা অনেকটা বেড়ে গিয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে মুম্বাই পুলিশ।একই সঙ্গে তারা গ্যালাক্সির সামনে গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এর অআগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র তরফে জানানো হয়েছিল, সালমান খানকে হত্যার জন্য ১০টি গ্যাং কাজ করছে। যার মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর নামও রয়েছে। ১৯৯৮ সালের কৃষ্ণসায়র হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমান খানের। তারপর থেকেই তিনি চলে আসেন বিষ্ণোই সম্প্রদায়ের বিষ নজরে। লরেন্সকে বারে বারে বলতে শোনা গিয়েছে, সালমান খানকে তারা প্রাণে মারার চেষ্টা করেছেন, ভবিষ্যতেও করবেন শার্প শুটার দিয়ে।হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে লরেন্সের বেশকিছু সাগরেদ। আপাতত লরেন্সও রয়েছে জেলে।এদিনের ঘটনাটি কারা ঘটিয়েছে, সেদিকে নজর রাখছে মুম্বাই পুলিশ। এদিকে সালমান খানেরও নাকি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আরও বাড়ানোর কথাবার্তা চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct