নিজস্ব প্রতিবেদক, বালুরঘাট, আপনজন: শনিবার দক্ষিণ দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুলে আয়োজিত স্বজন মিলন উৎসব ২০২৪ থেকে। পবিত্র রমজান মাস পেরিয়ে ১৪৩০ বঙ্গাব্দের শেষ দিনটিতে আয়োজিত হয়েছিল পারিবারিক এই মিলন উৎসব। বাঙালির পারিবারিক বন্ধন ও সৌহার্দ্য-সম্প্রীতির ঐতিহ্য যে কতখানি মজবুত, সে কথা বারে বারে উঠে আসে এ দিনের এই আয়োজনে- গানে, কথায়, কবিতায়, বক্তৃতায়। হারিয়ে যাওয়া শিক্ষা-সংস্কৃতি অন্বেষণের নেশায় এদিনের এই উৎসবে হাজির হয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের গুণীজনেরা। এসেছিলেন সদ্য বিবাহিত নবদম্পতিরা, সঙ্গে সঙ্গে অর্ধশতাব্দী ছুঁই-ছুই এমন বর্ষিয়ান দম্পতিও। শোনালেন, তাঁদের মিষ্টি-মধুর সম্পর্কের কথা। শুধু তাই নয়, স্বামী স্ত্রী কেউ কাউকে ছেড়েও কথা বললেন না। সুযোগ পেয়ে দু-কথা শুনিয়েও নিলেন। বললেন তাঁদের অভিমান মিশ্রিত টক-ঝালের কথাও। অবশ্য সেখান থেকেও ঝরে পড়ল তাঁদের অটুট দাম্পত্য জীবনের ভালোবাসার-প্রেমের বন্ধনের উচ্চারণ। কে নেই সেই সারিতে! শিক্ষক, অশিক্ষক, চিকিৎসক, অফিসার, কর্মচারী, মজার জাদুকর, রাজনৈতিক ব্যক্তিত্ব! সকলে এদিনের স্বজন উৎসবে মিলেমিশে একাকার।
বেস আন-নূর পরিবারের আহবানে সাড়া দিয়ে এই উৎসবে যোগ দেয়ার জন্য বারবার আন্তরিক শুভেচ্ছা জানালেন সম্পাদক খাদিমুল ইসলাম, জেবুন্নাহার বেগম, রাসনাউল আলম, মোকসেদ আলি, আব্দুর রাজ্জাক, আইয়ুব আনসার, তামিম ইসলাম প্রমূখ। তাঁদের কথায় উঠে আসে বিশিষ্ট শিল্পপতি দানবীর মোস্তাক হোসেনের কথা। তাঁদের মতো মানুষের অনবদ্য অবদানে গড়ে উঠেছে রাজ্যে বেস আন-নূরের মতো বেশ কিছু ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। যারা আগামী দিনের পথ দেখাতে বদ্ধপরিকর। এদিনের অভিনব এই আয়োজনে সকলের সাথে যোগ দিয়েছিলেন অনুসন্ধান কলকাতার আনজুমান বানু ও নায়ীমুল হক। তাঁরাও জানালেন তাঁদের সন্তোষের কথা। অবশ্য তাদের কথায় উঠে এলো কিছু অশনি-সংকেতের কথাও। বর্তমান সমাজে যেভাবে পারিবারিক বন্ধন আলগা হচ্ছে; অশান্তি, কলহ বাড়ছে তার প্রভাব পড়ছে সন্তানদের উপরে। এদিনের এই আয়োজনের গুরুত্ব এখানেই। এটা কেবলই একটি উৎসব নয়, বরং আজ সকলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পারিবারিক জীবন কতখানি গুরুত্বপূর্ণ, বিপদের সময় এগিয়ে আসে পরিবারই, পরিবারের সঙ্গে কাটানো সময়টাই সারা জীবন মনে থেকে যায়। পারিবারিক বন্ধন আমাদের জন্য স্রষ্টার পক্ষ থেকে এক উপহার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct