আপনজন ডেস্ক: রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আয়কর আধিকারিকরা কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবে তাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দিয়েছে। তৃণমূল অভিযোগ করেছে, বিরোধী প্রার্থীদের হয়রানি ও ভয় দেখানোর জন্য বিজেপির এটি একটি চক্রান্ত। এক্স-এ একটি পোস্টে দলের তরফে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হলদিয়া সফরের জন্য বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারটির ট্রায়াল রান চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডিজি এবং এসপিকে @NIA_India সরিয়ে দেওয়ার পরিবর্তে, @ECISVEEP এবং @BJP4India আজ আমার হেলিকপ্টার এবং সুরক্ষা কর্মীদের তল্লাশি ও অভিযান চালানোর জন্য আয়কর অফিসারদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কোনও কিছুই পাওয়া যায়নি।’ তৃণমূল বলেছে, আয়কর আধিকারিকরা যখন কিছু খুঁজে পাচ্ছেন না, তখন মোদীর লোকজনের একটি হতাশ দল হেলিকপ্টারটিকে উড়তে দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা কারণ জানতে চাইলে তারা (আয়কর আধিকারিকরা) মৌখিক বচসায় লিপ্ত হন এবং হেলিকপ্টারটিকে বেআইনিভাবে আটক করার হুমকি দেন। তারা প্রতিটি ব্যাগ খুলে হেলিকপ্টারের প্রতিটি কোণায় তল্লাশি চালান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, এই পদক্ষেপগুলি প্রমাণ করে, ‘বাংলায় এলে বিজেপি কাঁপে... তারা আবার ক্ষমতায় আসার জন্য বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু তৃণমূল বাংলা-বিরোধী বিজেপিকে মুখোমুখি দাঁড় করাবে এবং তাদের দিল্লির কর্তাদের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সিগুলির এই ভয় দেখানোর কৌশলে আমরা এক ইঞ্চিও নড়ব না।’ ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, তাঁর নিরাপত্তারক্ষীরা যখন অভিযানের ভিডিওগ্রাফি করেন, তখন আয়কর আধিকারিকরা জোর করে তা ডিলিট করে দেন। বিজেপিকে জমিদার তকমা দিয়ে তৃণমূলের মন্তব্য, ওরা সর্বশক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু বাংলার প্রতিরোধের চেতনা কখনও টলাতে পারবে না। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তুলে বলেন, ‘অফিসাররা কি বিমানে কিছু ফল ও মাছের স্যান্ডউইচ খুঁজে পেয়েছিলেন?’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct