আপনজন ডেস্ক: হজ কমিটি অফ ইন্ডিয়া রবিবার ঘোষণা করেছে আহমেদাবাদ, লক্ষ্ণৌ, দিল্লি, কলকাতা এবং কোচিন সহ বেশ কয়েকটি যাত্রাপথ থেকে ২০২৪ সালের হজের জন্য বিমান ভাড়া গত বছরের তুলনায় বেশ কিছুটা হ্রাস করা হচ্ছে। কেন্দ্রীয় হজ কমিটির সিইও ডক্টর লিয়াকত আলী আফাকি এ ব্যাপারে বলেছেন, এ বছর কলকাতা বিমানবন্দর থেকে যাওয়া হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ২১ হাজার টাকা কম পড়বে। এছাড়া, আহমেদাবাদ থেকে ৪৫,০০০ টাকা, নাগপুর থেকে ৩০,০০০ টাকা, কোচিন থেকে ২৬,০০০ টাকা ও কান্নুর থেকে ২২ হাজার টাকা কম পড়বে হজযাত্রীদের বিমান ভাড়া।উল্লেখ্য যে, ২০২৩ সালের হজে গড় বিমান ভাড়া ছিল ১,২৫০০০ টাকা এবং হজ ২০২৪-এ তা কমে ১,২৩০০০ টাকা দাঁড়িয়েছে। ড. আফাকি আরও জানান, ভারত থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইটটি ৯ মে মদিনার উদ্দেশ্যে রওনা হবে। এই বছর আমাদের অধিকাংশ তীর্থযাত্রী সৌদি এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, ফ্লাইনাস, স্পাইজেট এবং ফ্লাইডিলের সাথে ভ্রমণ করবেন। ড. আফাকি বলেন, বিমান ভাড়া কমার ফলে এ বছর দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ ও হায়দরবাদ থেকে যাওয়া হজযাত্রীদের সবচেয়ে কম বিমানভাড়া দিতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct