আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভোট কেন্দ্রে সাইকেল চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন করলেন নদিয়া জেলার জেলাশাসক। শুক্রবার চাপড়া ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ গ্রাম পরিদর্শন করলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ।সাইকেল চালিয়ে তিনি প্রথমে আসেন স্কুল পরিদর্শনে তারপর সাধারন মানুষের সঙ্গে কথা বলেন।পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন ভোট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে। এই এলাকায় ভোট কেমন হয় শান্তিপূর্ণভাবে তা সাধারণ মানুষের কাছ থেকে জানলেন।পাশাপাশি সীমান্ত লগ্ন গ্রাম হুদাপাড়া বর্ডার এলাকার বিভিন্ন সমস্যার কথাও তিনি শোনেন।এবং এই সমস্যাগুলো ইলেকশনের পর তিনি দেখবেন বলে জানিয়েছেন জেলাশাসকের সঙ্গে এসডিও চাপড়া ব্লকের বিভিন্ন আধিকারিক ও উপস্থিত ছিলেন। গ্রামের বিভিন্ন পাড়ায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলাশাসক এবং তাদের অভাব অভিযোগ শুনলেন। সাধারণ এলাকার মানুষ খুশি জেলাশাসক আসায়। জেলাশাসক আসায় সাধারণ মানুষ প্রচুর ভিড় জমান। তাদের সাথেও গণতান্ত্রিক উপায়ে নির্ভীকভাবে ভোটদানের নানান কথাবার্তা আলোচনা করেন অন্যদিকে ভোটকেন্দ্রে উপযুক্ত বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন জেলা প্রশাসন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে জানতে চান শান্তিপূর্ণভাবে ভোট হয়।হুদাপাড়া গ্রামের বাসিন্দা মহ: রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবেই ভোট হয় কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সীমান্তের রক্ষী বাহিনীদের তারা ঠিকঠাক গ্রামে আমাদের আত্মীয়-স্বজনকে ঢুকতে দেয় না দীর্ঘক্ষণ তাদেরকে বসিয়ে রাখা হয়। সহ বিভিন্ন অভিযোগ জানালেন সীমান্তরক্ষী বাহিনীদের বিরুদ্ধে। গ্রামে জেলাশাসক আশায় খুশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct