আপনজন ডেস্ক: গত ১৪ মার্চ ডাক্তারি পঠনপাঠন এবং চিকিৎসকদের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) সূত্রে বলা হয়েছিল এনএমসিতে দেশের আরও ১১২টি নতুন মেডিক্যাল কলেজ চালুর জন্য আবেদন জমা পড়েছে। এই ১১২টি আবেদনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আটটি আবেদন করা হয়েছে। সেগুলি হল—পুরুলিয়ার ভারত মেডিক্যাল কলেজ হাসপাতাল, খড়গপুরের ডাঃ বি সি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার (আইআইটি খড়গপুর), অশোকনগরের এমআর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল, পূর্ব বর্ধমানের ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, নিউটাউনের পিকেজি মেডিক্যাল কলেজ, রানাঘাটের মন্দাকিনী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স প্রাইভেট লিমিটেড এবং রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট। সেই সময় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, ‘২৪-২৫ সেশনে এই আটটি নতুন মেডিকেল কলেজের অনুমোদন মিলেছে। কিন্তু এনএমসি এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, দেশে ২০২৪-২৫ সেশনে নতুন মেডিকেল কলেজের অনুমোদনের খবরটি ভুেয়া। কমিশনের তরফে বলা হয়েছে, প্রকৃত তথ্য কেবলমাত্র এনএমসি ওয়েবসাইটে পাওয়া যায়। তাই ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য নতুন মেডিকেল কলেজ স্থাপন এবং বিভিন্ন মেডিকেল কোর্সে স্নাতক (ইউজি) এবং স্নাতকোত্তর (পিজি) আসন বরাদ্দ সম্পর্কিত ভুয়ো খবর প্রচারের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এনএমসি কর্তৃক প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেখা গেছে যে প্রিন্ট / বৈদ্যুতিন মিডিয়ায় নতুন মেডিকেল কলেজ স্থাপন এবং বিভিন্ন মেডিকেল কোর্সে ইউজি/পিজি আসন প্রদান সম্পর্কিত কিছু ভুয়ো খবর রয়েছে। আরও লক্ষ্য করা গেছে যে এই জাতীয় সংবাদের ‘শিরোনাম’ বিভ্রান্তিকর বা এতে থাকা ‘বিষয়বস্তু’ ভিত্তিহীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct