আপনজন ডেস্ক: এ বছর পবিত্র রমজানে ৩০ মিলিয়ন ( ৩ কোটি) মুসল্লি উমরাহ পালন করেছেন।গতকাল মঙ্গলবার ( ৯ এপ্রিল ) সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।মন্ত্রণালয় জানায়, ১৪৪৫ হিজরি/২০২৪ সালের রমজান মাসে ৩০ মিলিয়ন মানুষ উমরাহ পালন করেছেন।এর আগে, রমজানের প্রথম ১৫ দিনে ৮২ লাখ ৩৫ হাজার মুসুল্লি উমরাহ পালন করেছেন বলে জানিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।রমজানের শেষ দশকে ইতেকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। বছরের যেকোনো সময় উমরাহ পালন করা যায়। তা সত্ত্বেও অনেক পুণ্যার্থী অধিক সওয়াবের আশায় এ মাসে ছুটে আসেন মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে।রমজান শুরুর দিকে এবারের রমজানে একবারের বেশি উমরাহ পালনের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি কর্তৃপক্ষ। পবিত্র মাসে ভিড় কমাতে এবং সবাই যাতে স্বচ্ছন্দে উমরাহ পালন করতে পারে সেটা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল দেশটির হজ মন্ত্রণালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct